বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ভারতীয় তারকা ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ক্রীড়া ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ভারতীয় তারকা ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মোহাম্মদ আজহারউদ্দিন, সাবেক এই ভারতীয় তারকা ক্রিকেটারের ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি ছিল বিতর্ক। ফিক্সিং কেলেঙ্কারিতে যার ক্যারিয়ারের শেষটা ভালো হয়নি। ফের একবার আলোচনায় এই ক্রিকেটার। দুর্নীতির মামলায় তাকে তলব করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্কযুক্ত একটি আর্থিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তাকে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

জানা গেছে, হায়দরাবাদের অ্যান্টি-কর্পারেশন বু্যরোর দায়ের করা তিনটি এফআইআরের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। মূলত পরিচিত কন্ট্রাক্টারদের মার্কেটের দামের থেকে বেশি মূল্যে বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন সচিব, সভাপতিদের বিরুদ্ধে।

২০১৯ সালে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পান আজহারউদ্দিন। সে সময় প্রায় ২০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ক্যানোপি কেনার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছিল।

আর এই মামলায় আজহারউদ্দিনকে তলব করল ইডি। এই বিষয়ে গণমাধ্যমে আজহারউদ্দিন বলেন, 'প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সব কিছু করছে।'

অবশ্য ইডির পক্ষ থেকে আজহারউদ্দিনকে তলব করা হলেও তিনি হাজির হননি। হাজিরার আগে তিনি কিছুটা সময় চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে