টি২০তে জ্যোতির অন্যরকম সেঞ্চুরি
প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
এবারের নারী টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। যেখানে টস করার সঙ্গে সঙ্গে দারুণ এক মাইফলক স্পর্শ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলতে নামেন তিনি।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে করাচিতে প্রথম টি২০ ক্যাপ পান তিনি। নানা পথ পেরিয়ে, ক্যারিয়ারের নানা উত্থান-পতন দেখে ম্যাচ সংখ্যার তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন উইকেটরক্ষক এই ব্যাটার।
অন্যরকম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকা জ্যোতি বিসিবির ডিজিট্যাল পস্ন্যাটফর্মে বলেছেন, 'এটা অন্যরকম এক অনুভূতি। এক সঙ্গে ম্যাচ খেলার অনুভূতি আসলে অন্যরকম। অনেক বেশি খুশি বলব। হঁ্যা, অনেক সময় আসলে অবাক লাগে। মনে হচ্ছিল যে, এই কেবল ক্যারিয়ারে শুরু করেছি। দেখতে দেখতে প্রায় ১০০টি ম্যাচ হয়ে যাচ্ছে।'
গত ২৪ সেপ্টেম্বর বিশ্বকাপ স্কোয়াডের সব খেলোয়াড়দের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন জ্যোতি। সেদিনও নিজের শততম ম্যাচ নিয়ে কথা বলেছিলেন তিনি।
জ্যোতি বলেছিলেন, 'প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। একজন পেস্নয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনো জানি না খেলতে পারব কিনা। যদি আলস্নাহপাক সুস্থ রাখেন, তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন, জিততে পারি।'
দলের কোচ হাসান তিলকারত্নে জ্যোতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, 'এটা বড় উপলক্ষ্য জ্যোতি ও দলের জন্য। সবাই জ্যোতির একশতম ম্যাচের দিকে তাকিয়ে আছে। এটা আমাদের সবার জন্য বড় উপলক্ষ। যদি ইতিবাচক ফল পাই, এটা ২০ কোটি মানুষের জন্যও আনন্দের হবে।'
এর আগে সাবেক অধিনায়ক সালমা খাতুন টি২০ ম্যাচ খেলেছেন ৯৫টি। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ৮৭টি করে টি২০ ম্যাচ খেলেছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জ্যোতি রান সংখ্যাতেও সবাইকে ছাড়িয়ে। ৯৩ ইনিংসে ১৯৪৪ রান করেছেন ডানহাতি ব্যাটার। ১ সেঞ্চুরির সঙ্গে ৮ ফিফটি আছে তার নামের পাশে। রান সংখ্যায় এরপরই আছেন ফারজানা হক। যার রানের সঙ্গে জ্যোতির পার্থক্য ৬৯১।
বাংলাদেশ জাতীয় পুরুষ দলের হয়ে এ পর্যন্ত চার ক্রিকেটার কমপক্ষে একশ' টি২০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি খেলেছেন মাহমুদউলস্নাহ রিয়াদ (১৩৮), পরের অবস্থানে সাকিব আল হাসান (১২৯)। মুস্তাফিজুর রহমান (১০৩) তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন। তার পরই রয়েছেন মুশফিকুর রহিম (১০২)।