বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পিএসজিকে হারাল আর্সেনাল, ম্যানসিটির বিশাল জয়

ক্রীড়া ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
পিএসজিকে হারাল আর্সেনাল, ম্যানসিটির বিশাল জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবারের রাতে বড় ম্যাচ ছিল আর্সেনাল ও পিএসজির। ইংল্যান্ড ও ফ্রান্সের দুই পরাশক্তি ক্লাবের লড়াইতে জিতেছে ইংলিশরা। প্রতিপক্ষকে নিজেদের মাঠে পেয়ে জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে ইংলিশ আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি গুঁড়িয়ে দিয়েছে স্স্নোভান ব্রাতিসলাভাকে।

আর্সেনাল-পিএসজি

এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ছন্দ ধরে রেখে খেলতে থাকে আর্সেনাল। পিএসজি প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে আর্সেনালের কাছে হার দেখেছে। তাদের ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে আর্সেনাল। প্রথমার্ধেই গানাররা দুটি গোল তুলে নেয়। একটি করেন কাই হাভের্তজ আরেকটি ফ্রি কিক থেকে বুকায়ানো সাকা। মিকেল আর্তেতার দল ২০ মিনিটেই কাই হাভার্তজের গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেন বুকায়ো সাকা। দুই গোলের এই লিডই পুরো ম্যাচে ধরে রাখা তারা। চ্যাম্পিয়ন্স লিগে এবার নিজেদের প্রথম ম্যাচে আটলান্টার বিপক্ষে ড্র করেছিল আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয়ে ৪ পয়েন্ট হলো তাদের।

ম্যানসিটির বিশাল জয়

ইন্টার মিলানের বিপক্ষে জিততে না পারার ধাক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার দল দ্বিতীয় ম্যাচে দেখাল নিজেদের সামর্থ্য। স্স্নোভান ব্রাতিস্স্নাভাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। স্স্নোভাকিয়ার মাঠে গিয়েই ইংলিশ জায়ান্টরা দেখায় দাপট। দলের হয়ে গোল করেন আর্লিং হালান্ড, জেমস ম্যাকাটি, ফিল ফোডেন ও ইকলাই গিন্দোয়ান। আর্সেনালের সমান ৪ পয়েন্ট হলে গোল গড়ে এগিয়ে সিটি আছে চারে। এদিকে গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড ৭-১ গোলে সেল্টিককে হারিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে