ইয়াং বয়েজকে গুঁড়িয়ে জিতল বার্সেলোনা
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
মোনাকোর কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছিল বার্সেলোনা। তবে স্প্যানিশ জায়ান্টরা দ্বিতীয় ম্যাচেই খুঁজে পেল নিজেদের। সুইস ক্লাব ইয়াং বয়েজকে বিধ্বস্ত করে বড় জয় পেল তারা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ইয়াং বয়েজকে ৫-০ গোলে হারিয়েছে বার্সা। লা লিগার ছন্দ ধরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছেন রবার্তো লেভানদোভস্কি। একটি করে গোল এসেছে রাফিনহা, ইনিগো মার্তিনেসের কাছ থেকে। আরেক গোল বার্সা পেয়েছে আত্মঘাতী থেকে।
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে হারলেও লা লিগায় জিতে চলেছিল হেনসি ফ্লিকের দল। তবে গত সপ্তাহে নিজেদের শেষ ম্যাচে ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের ধাক্কা খায় তারা। এই দুই হারের জ্বালা মেটাল ইয়াং বয়েজকে গুঁড়িয়ে।
প্রবল আক্রমণের স্রোতে ৮ মিনিটেই দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। ৩৭ মিনিটে মার্তিনেজ তৃতীয় গোল করলে ম্যাচ একপেশে হয়ে পড়ে। বিরতির পর লেভানদোভস্কি করেন তার দ্বিতীয় গোল। ৮১ মিনিটে আত্মঘাতী গোলে হতাশা বাড়ে সুইস ক্লাবের। অন্য দিকে জয়োলস্নাসে মাতে বার্সেলোনা।