বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

জ্যোতিদের বিশ্বকাপ মিশন আজ শুরু

ক্রীড়া ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
শারজাহ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল-ওয়েবসাইট

পরিস্থিতি স্বাভবিক থাকলে স্বাগতিক হয়েই নারী টি২০ বিশ্বকাপে খেলতে পারতো বাংলাদেশ। হয়তো উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারতো। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাওয়ায় নিগার সুলতানা জ্যোতিরা স্বাগতিক হয়ে বিশ্বকাপ খেলার সুযোগটি হারিয়েছেন। তারপরও নারী টি২০ বিশ্বকাপে ২০১৪ সালের পর কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। ম্যাচ জিততে না পারলে যে ভালো ক্রিকেট খেলার কোনো মানে নেই, দেশ ছাড়ার আগে সেটিই সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জয়হীনতার বৃত্ত থেকে বেরিয়ে আসার ঘোষণাটাই এবার দিলেন বাঘিনীদের অধিনায়ক।

আজ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগের দিন বুধবার বিসিবির ডিজিটাল পস্ন্যাটফর্মে সাক্ষাৎকার দেন জ্যোতি। টিম টাইগ্রেসের অধিনায়ক জয়ের ব্যাপারে বলেন, 'আমি বলবো যে পুরো দলের জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি, ২০১৪ ছাড়া আমরা কোনো বিশ্বকাপে বলার মতো কিছু করতে পারিনি। তাই আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই যেন এই বিশ্বকাপটা আমাদের জন্য গ্রহণযোগ্য এবং স্মরণীয় হয়।'

দীর্ঘ ১০ বছর টি২০ ফরম্যাটের বিশ্ব আসরে জয় না থাকাটাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেন টাইগ্রেসদের উইকেটরক্ষক ব্যাটার। যদিও সেই অতীত ধারাবাহিকতা ভাঙার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তার ভাষ্য, 'এবার এই দুঃখটা আমরা ঘুচাতেই চাই। যেন এই দুঃখ আমাদের আর না থাকে। আমরা আগামীকালকের ম্যাচ দিয়ে শুরু করতে চাই।'

বহু আগে থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বৈশ্বিক আসরের আগেও যেন পুরনো রোগ সেরে ওঠার কোনো লক্ষণ নেই। প্রস্তুতি ম্যাচে বোলারদের ভালো পারফরম্যান্স সত্ত্বেও ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার দৃশ্য দেখাটা নিয়মিত ঘটনা। শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও দেখা গিয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি। পাকিস্তানের সঙ্গে জয়টা অবশ্য জ্বেলেছে আশার আলো।

এ প্রসঙ্গে জ্যোতির মন্তব্য, 'আমাদের দল যেভাবে খেলে আসছে এবং গত প্রস্তুতি ম্যাচটা যেভাবে খেলেছে... পাকিস্তানের বিপক্ষে সবাই ভালো একটা অবস্থায় থেকেছে। সবার ভেতর যে শক্তি, ম্যাচ জেতার যে ক্ষুধা রয়েছে। আমি বলবো, প্রত্যেকটা খেলোয়াড় একজন আরেকজনকে যেভাবে সহায়তা করেছে মাঠে, ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছিল। 'বোলাররা অনেক বেশি ভালো ব্যাকআপ দিয়েছে। ফিল্ডাররা তো অসাধারণ করেছে। সবকিছু মিলিয়ে আমি যদি চিন্তা করি, দল এখন অনেক ভালো একটা অবস্থানে আছে। স্কটল্যান্ডের বিপক্ষে সবাই প্রস্তুত। জয়ের জন্য আমরা মাঠে নামবো।'

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে খেলতে আসা স্কটল্যান্ডকে অনেকেই বলছেন এবারের আসরের ডার্ক হর্স। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে দিয়েছে সতর্কবার্তা। জ্যোতি নিজেও তাই বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বনের পাশাপাশি নিজের পরিকল্পনার দিকেই নজর রাখতে চান। 'আমরা স্কটল্যান্ডের সঙ্গে যতবার খেলেছি, ততবার আসলে জিতেছি। এটা আমাদের ভালো দিক। কোনো দলকে হালকাভাবে নেওয়ার অবকাশ নেই। কারণ, প্রত্যেকটা দল এখানে সমান সামর্থ্য নিয়ে এসেছে। সবার ভেতর একই ক্ষুধা আছে যে, ম্যাচ জিততে চায়। আমরা ম্যাচগুলোতে এভাবেই আগাবো। তাদের বিপক্ষে যেসব পরিকল্পনা করলে আমরা হারাতে পারবো, এগুলো নিয়ে ভাববো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে