বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ছয় মাস নিষিদ্ধ স্যামুয়েল ইতো

ক্রীড়া ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
ছয় মাস নিষিদ্ধ স্যামুয়েল ইতো

এক সময়ের নামকরা ফুটবলার, ক্যামেরুনের কিংবদন্তি। খেলেছেন রিয়াল মাদিদ, বার্সেলোনা, ইন্টার মিলান, চেলসির মতো ক্লাবে। খেলোয়াড়ি জীবন শেষে স্যামুয়েল ইতোকেই সভাপতির গুরুদায়িত্ব দিয়েছে ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশন। সেই ইতো এবার ফিফার নিষেধাজ্ঞা পেলেন ছয় মাসের। ক্যামেরুন জাতীয় দলের কোনো ক্যাটাগরির কোনো ম্যাচেই উপস্থিত থাকতে পারবেন না সাবেক এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দিয়েছে ফিফা।

বার্সেলোনার সাবেক ফুটবলার ইতো এখন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি। ২০২১ সাল থেকে এই পদে আছেন তিনি। কলম্বিয়ায় গত ১১ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনের শেষ ষোলোর ম্যাচে ইতোর বিরুদ্ধে দুটি নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছিল ক্যামেরুন। ম্যাচটিতে কী কান্ড ঘটিয়েছিলেন ইতো, সেটা নিয়ে বিস্তারিত কিছু বলেনি ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছে, অফিসিয়ালদের সঙ্গে 'আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার পেস্নর নীতি ভেঙেছেন' সাবেক স্ট্রাইকার।

ইতোর অনুপস্থিতিতে দেশটির ফুটবলে চলমান প্রজেক্ট এবং কার্যক্রম ব্যাহত হতে পারে। তবে ইতোর মতো হাইপ্রোফাইল ফুটবল ব্যক্তিত্বকে শাস্তি দিয়ে ফিফা বুঝিয়ে দিয়েছে, নিয়মশৃঙ্খলার ব্যাপারে তারা কাউকেই ছাড় দিতে রাজি নয়। ক্যামেরুনের হয়ে চারটি বিশ্বকাপে খেলেন ৪৩ বছর বয়সি ইতো। বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে পরপর দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে