টেস্টে ভারতের নতুন ইতিহাস
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
আড়াই দিন গেছে বৃষ্টির পেটে। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে ফল আনতে আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প নেই ভারতের। আগ্রাসনের পাশাপাশি ঝুঁকি নিয়ে রীতিমতো টি২০ ঘরানায় খেলছে তারা। সেই পথে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলল স্বাগতিক দলটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রম্নততম দলীয় পঞ্চাশ রানের পর দ্রম্নততম দলীয় শতরানের নতুন দুই কীর্তি গড়েছে তারা।
সোমবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে চতুর্থ দিনে প্রথম ইনিংসে ২৩৩ রান করেছে বাংলাদেশ। হাতে আর মাত্র একটি দিন বাকি থাকায় জবাব দিতে নেমে টি২০ মেজাজে ব্যাট করতে থাকেন ভারতীয় ব্যাটাররা। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আকাশি-নীলরা। সোমবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ ওভার শেষে বা ১৮ বলে দলীয় অর্ধশতকের পৌঁছায় ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রম্নততম দলীয় ৫০ রানে পৌঁছানোর ঘটনা।
এর আগে চলতি বছরের ২৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬ বলে দলীয় দ্রম্নততম পঞ্চাশ রানের নতুন রেকর্ড গড়েছিল ইংলিশরা। সেবার থ্রি লায়ন্সরা ভেঙে দিয়েছিল ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদেরই গড়া ২৭ বলে দলীয় পঞ্চাশ পেরোনোর রেকর্ড। ২০০২ সালে লঙ্কানদের বিপক্ষে করা ৩০ বলের চতুর্থ দ্রম্নততম দলীয় ফিফটির মালিকও ইংল্যান্ড। তালিকার পঞ্চম স্থানে রয়েছে শ্রীলংকা। ২০০৪ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে সেবার ৩২ বলে এই মাইলফলকে পৌঁছেছিল তারা। কানপুরে ব্যাট হাতে অবশ্য অন্য আরেকটা রেকর্ডও গড়েছেন হিটম্যান রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে ১৯৪৮ সালে জিম লেকারের দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফোফি উইলিয়ামস। এছাড়া আরও একটি রেকর্ড গড়েছে স্বাগতিকরা। দ্রম্নততম দলীয় ১০০'র রেকর্ডও করেছে তারা। মাত্র ৬১ বলে অর্থাৎ ১০ ওভার ১ বলে দলীয় ১০০ (১০৩) পূর্ণ করেছে রোহিত-কোহলিরা।
কানপুর টেস্টে আগে ব্যাট করে মুমিনুল হকের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২৩৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
জবাবে প্রথম ইনিংসের শুরু থেকেই টি২০ স্টাইলে মারমুখী ব্যাটিং করে ভারত। অবশ্য সেটা করতে গিয়ে উইকেটও হারাতে থাকে। ৩৪.৪ ওভারের মাথায় তারা তুলে ফেলে ২৮৫ রান। উইকেট হারিয়ে বসে ৯টি। এ সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ঘোষণা করেন। তখন তারা এগিয়ে ছিল ৫২ রানে।