দক্ষিণ আফ্রিকা ঢাকায় আসছে ১৬ অক্টোবর

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল নারী টি২০ বিশ্বকাপের আসর। শঙ্কা জেগেছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও। তবে সে শঙ্কা উড়িয়ে অক্টোবরের ১৬ তারিখ ঢাকায় আসছে প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ অক্টোবর থেকে। ভেনু্য হিসেবে থাকছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এরপর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর থেকে। যার ভেনু্য হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। দুই ম্যাচের সিরিজ শেষ করে ৩ নভেম্বর নিজ দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট। উপমহাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলো বরাবরই নিরাপত্তাব্যবস্থা দেখতে সংশ্লিষ্ট দেশে অগ্রিম নিরাপত্তা প্রতিনিধি দল পাঠায়। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন এবং তার আগের ঘটনাবলির কারণে দক্ষিণ আফ্রিকাও প্রথমবারের মতো পাঠায় তাদের নিরাপত্তা প্রতিনিধি দল। গত সপ্তাহে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশনস ম্যানেজার সিভুইলি এমকিংওয়ানা, স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান খন্তো ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিন। এই দলকে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিশেষজ্ঞ রোরি স্টেইন। চার সদস্যের রিপোর্টের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বাংলাদেশ সফরের সবুজ সংকেত দিয়েছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সবুজ সংকেত পাওয়ার পরই সিরিজ চূড়ান্ত করেছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের সূচি চূড়ান্ত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে। যা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।