শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি২০ দলে মায়াঙ্ক

ক্রীড়া ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি২০ দলে মায়াঙ্ক

আইপিএলে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করা ফাস্ট বোলার মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত টি২০ দল ঘোষণা করেছে। ১৫ জনের দলে ডাক পেয়েছেন রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্ত্তী। ২০২১ সালে সবশেষ টি২০ খেলেছেন তিনি। আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে শীর্ষ বোলার ছিলেন তিনি। তিন ম্যাচের টি২০ এর জন্য ১৫ জনের নতুন চেহারার দল নির্বাচন করেছে ভারত। সেখানে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার। তারা হলেন অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি এবং দুই পেসার মায়াঙ্ক যাদব ও হার্শিত রানা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ১৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের ক্রিকেট খেলবে তারা। এই সিরিজের জন্য ওয়ার্কলোড বিবেচনায় শ্রীলংকার বিপক্ষে সবশেষ টি২০ খেলা শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ভারত টি২০ দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে