স্প্যানিশ লা লিগায় টানা সাত জয়ে উড়ছিল বার্সেলোনা। সুযোগ ছিল সেটাকে অনন্য রূপ দেওয়ার। কিন্তু তাদের টানা জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে ওসাসুনা। শনিবার রাতে ঘরের মাঠে কাতালান জায়ান্টরা অপ্রত্যাশিতভাবে ৪-২ গোলের হার দেখেছে। যা লা লিগা মৌসুমে বার্সেলোনার প্রথম হার। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে দায় নিচ্ছেন বার্সা কোচ হানসি ফ্লিক। এদিন হারলেও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে অবস্থান করছে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৪ পয়েন্ট এগিয়ে। ৭ ম্যাচে রিয়ালের সংগ্রহ ১৭ পয়েন্ট। আর ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে ওসাসুনা।
অপ্রত্যাশিত এই হারের দায় অবশ্য নিজের কাঁধে নিয়েছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। কারণ ম্যাচকে কেন্দ্র করে পাঁচ খেলোয়াড়কে বিশ্রাম দেন তিনি। যার প্রভাব পড়ে দলে। বিশ্রাম পাওয়াদের মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল ও রাফিনহা। ম্যাচের পর ফ্লিক বলেছেন, 'দলে অনেক পরিবর্তন এনেছি। মনে হয় হারের এটা অন্যতম কারণ। তার পরও এটা দরকার ছিল। দায়টা আসলে আমার। এখন যদি কেউ দোষ দিতে চায়, আমাকে দিতে পারে।'
আর এই ম্যাচে জিতলে নিজেদের গড়া রেকর্ডে ভাগ বসাতে পারতো বার্সা। লা লিগা ক্যাম্পেইনে টানা আট ম্যাচ জয়ের নজির আছে তাদের। কিন্তু ম্যাচের শুরুতেই স্বাগতিকরা খেই হারিয়ে ফেলে।