কানপুর টেস্ট ঘিরে ভক্তদের অপেক্ষা যেন থামছেই না। প্রথম দিনের ৩৫ ওভারের পর আর খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এরপর কেটে গেছে আরও দুদিন, তবুও মাঠে নামা হয়নি দুদলের। বৃষ্টির বাধায় দ্বিতীয় দিন পরিত্যক্ত হলেও তৃতীয় দিনে ছিল না কোনো বৃষ্টি। তবে মাঠ ভিজে থাকায় লম্বা সময় অপেক্ষার পরও খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয় দিন বৃষ্টি বাগড়া দিলেও তৃতীয় দিন ভেজা মাঠ ও আলো স্বল্পতার কারণে খেলা হয়নি। আম্পায়াররা তৃতীয় দিনের খেলা বাতিল করেছেন।
কানপুরে রাতে বৃষ্টি হয়েছিল। এরপর আকাশ আর এক ফোঁটাও পানি ঝরায়নি। তবুও ভেজা মাঠ কাল হয়ে দাঁড়িয়েছিল। আগেভাগে শুরু হয় পিচের সেবাশুশ্রূষা। কিন্তু নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি।
সাড়ে ১০টায় একবার পিচ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু অবস্থা ভালো না হওয়ায় সাড়ে ১২টায় আবার সময় নির্ধারণ করা হয়। তখনও চিত্র বদলায়নি। শেষে আড়াইটায় শেষবারের মতো পিচ পরিদর্শন করে তৃতীয় দিনের খেলা বাতিল করে দেন আম্পায়াররা।
মূলত মাঠের ড্রেনেজ ব্যবস্থা বিশ্বমানের না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে ড্রয়ের পথে
কানপুর টেস্ট।
তিন দিনে মোট সাতটি সেশন পার হলেও খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। যার ফলে বাকি সময়ে এই টেস্ট থেকে ফলাফল বের করা কঠিন। ভক্তদের জন্য দুঃসংবাদ।
প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। ওই দিন ৩ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ। জাকির হাসান আউট হন শূন্য রানে। সাদমান ইসলাম ২৪ ও নাজমুল হোসেন শান্ত করেন ৩১। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।
জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তাকেও ফেরান আকাশ দীপ। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতির পরপর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডবিস্নউ হয়ে আউট হন শান্ত।