শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মেসির দুর্দান্ত গোল, রেকর্ডের সামনে দাঁড়িয়ে মায়ামি

ক্রীড়া ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মেজর লিগ সকারে রোববার শার্লট এফসির বিপক্ষে গোল করার পর মায়ামির লিওনেল মেসির উচ্ছ্বাস -ওয়েবসাইট

'দ্য ম্যাজিক অব মেসি', চিৎকার করে বললেন ধারাভাষ্যকার। গত ২০ বছর অসংখ্যবার এই কথা উচ্চারিত হয়েছে অনেকের কণ্ঠে। আরও একবার সে জাদু দেখালেন লিওনেল মেসি। তার দারুণ গোলে ম্যাচ ড্র করে রেকর্ড গড়ার সম্ভাবনা জিইয়ে রাখল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে শার্লট এফসির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে ইন্টার মায়ামি। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৭ মিনিটে এগিয়ে যায় শার্লট। মিনিট দশেক পর বক্সের বাইরে থেকে শটে গোল করে সমতায় ফেরান মেসি। এটি মেসির ১৬ লিগ ম্যাচে ১৫তম গোল। গোড়ালির ইনজুরি থেকে ফিরে আসার পর চার ম্যাচে এটি তৃতীয়। মেসির চেয়ে দুই গোলে এগিয়ে আছেন লুইস সুয়ারেজ।

ম্যাচটি শেষ পর্যন্ত জিততে না পারলেও অপরাজেয় ধারা ধরে রাখল মায়ামি। টানা পাঁচ জয়ের পর তারা ড্র করল পরের তিন ম্যাচে। এই ম্যাচের এক পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে। এবারের লিগে আর তিনটি ম্যাচ বাকি আছে মেসিদের। তিনটিতেই জিততে পারলে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টে রেকর্ড গড়বেন তারা। ২০২১ আসরে ৭৩ পয়েন্ট নিয়ে রেকর্ডটি এখন নিউ ইংল্যান্ডের।

মায়ামির পরের ম্যাচ কলম্বাস ক্রুর সঙ্গে। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে আছে তারা। এই ম্যাচ জিতলেই ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা নিশ্চিত হয়ে যাবে মেসিদের। শার্লটের বিপক্ষে এই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল মায়ামির। ৬৮ শতাংশ সময় বল ছিল তাদের কাছে। ২১টি শট নেয় তারা গোলে, এর আটটি ছিল লক্ষ্যে। কিন্তু একটি গোল হওয়া ছাড়া

বাকি সাতটিই ঠেকিয়ে দেন শার্লটের গোলকিপার ক্রিশ্চিয়ান কালিনা।

মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডারের তেমন পরীক্ষা নিতে পারেনি শার্লট। এগিয়ে যাওয়া গোলটি ছাড়া গোটা ম্যাচে স্রেফ আর একটি শট তারা রাখতে পারে লক্ষ্যে। ৫৭তম মিনিটে শার্লট এগিয়ে যাওয়ার আট মিনিট পর বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শট দারুণভাবে ঠেকিয়ে দেন শার্লটের গোলকিপার। মিনিট দুয়েক পর আর দলকে রক্ষা করতে পারেননি তিনি। বক্সের বাইরে বল পেয়ে সামনে ছুটে আসা প্রতিপক্ষের একজনকে পাশ কাটিয়ে চকিত গতিময় শট নেন মেসি। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে আশ্রয় নেয় জালে। ডাইভ দিয়ে বলের গতির সঙ্গে পেরে ওঠেননি গোলকিপার কালিনা।

একটু পর মায়ামিকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর দেখে পরে তা তুলে নেন তিনি। একটু পরই মায়ামির জালে বল পাঠায় শার্লট। কিন্তু অফসাইডের জন্য গোল হয়নি। শেষদিকে দারুণ কিছু আক্রমণ করে বারবার গোলের সুযোগ তৈরি করে মায়ামি। কিন্তু গোল বের করতে পারেনি তারা। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের একাদশ মিনিটে আসে সবচেয়ে সুবর্ণ সুযোগ। মেসির ক্রস থেকে জর্দি আলবা হেড করে বল দেন লুইস সুয়ারেজকে। কিন্তু গোলমুখের একদম সামনে ফাঁকায় দাঁড়ানো ফরোয়ার্ড অবিশ্বাস্যভাগে বল পাঠিয়ে দেন ওপর দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে