সংবাদ সম্মেলন এড়াতে অর্ধেক বেতন ছাড়তে রাজি এনরিকে
প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সংবাদ সম্মেলনে আসা কোচদের জন্য নিয়মিত ব্যাপার। সাংবাদিকরা অপেক্ষায় থাকেন, কোচরা আসেন। চলে প্রশ্নোত্তরের খেলা। বিভিন্ন প্রশ্ন কখনো অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় কোচদের। অনেকে বিরক্ত হন। পিএসজি কোচ লুইস এনরিকে এবার বলেই বসলেন, সংবাদ সম্মেলন এড়াতে প্রয়োজনে বেতনের অর্ধেক কাটতেও রাজি তিনি।
ইএসপিএনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এনরিকে বলেন, 'কথা বলতে আমার ভালো লাগে। আমি এটি পছন্দও করি। কিন্তু আমার কাছে যদি এমন অপশন থাকত যে সংবাদ সম্মেলনে আর কথা বলতে হবে না, আমি সেটি লুফে নেব। এমনকি এজন্য ক্লাব যদি বলে আমার বেতনের ২৫ এমনকি ৫০ শতাংশও কেটে রাখতে চায়, আমি এখনই চুক্তিপত্রে সই করব।'
মজার ব্যাপার হচ্ছে, কথাগুলো সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনেই বলছিলেন ফরাসি ক্লাব পিএসজির কোচ। এনরিকে যোগ করেন, 'আপনারা যারা সাংবাদিক, তাদের সঙ্গে আমি প্রায়ই মজা করি। তবে সত্যিই আমি এসব থেকে বাঁচতে পারলে ভালো হতো। মাঝেমধ্যে ভীষণ অস্বস্তিতে ভুগি।' তবে এনরিকে নিজেও জানেন এটি সম্ভব নয়। সংবাদ সম্মেলন করাটা তার কাজেরই একটি অংশ। যতই ক্লান্তি আর অস্বস্তি থাকুক, অনিচ্ছায় হলেও কখনো ম্যাচের আগে, কখনো পরে সংবাদ সম্মেলনে আসতে হয়। কথা বলতে হয়। সেটি স্বীকারও করেছেন তারকা এই কোচ।