শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

অক্টোবরে ফেরা হচ্ছে না নিশ্চিতভাবেই। নভেম্বর বা আগামী ফেব্রম্নয়ারিতেও নেইমারকে না পেলে সমস্যার কিছু দেখছেন না ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এই তারকাকে প্রবলভাবেই দলে চান ব্রাজিলের কোচ। তবে তার তাড়া নেই, পুরো ফিট নেইমারকেই জাতীয় দলে দেখতে চান তিনি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে

চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন দরিভাল।

বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলের সামনে সুযোগ থাকবে পেস্ন অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। আর সেই লড়াইয়ে ১০ অক্টোবর চিলির সঙ্গে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ পেরু। আর এই দুই ম্যাচের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সি সেন্টার-ব্যাক আবনেহ ও ২৩ বছর বয়সি ফরোয়ার্ড ইগো জেসুস। দলে ফিরেছেন

দুটি ম্যাচ খেলা ডিফেন্ডার ভান্দেরসন।

বাছাই পর্বে ঠিক ব্রাজিলের মতো অবস্থা নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সর্বশেষ ৫ ম্যাচে চারটিতেই হেরেছে। ৮ ম্যাচে তাদের অর্জন ১০। এখন অবস্থান পাঁচ নম্বরে। পেস্ন-অফ স্পটে থাকা প্যারাগুয়ের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি তাদের। সান্তিয়াগোতে সেলেসাওরা ১০ অক্টোবর মুখোমুখি হবে চিলির। পাঁচ দিন ঘরের মাঠ ব্রাসিলিয়ায়

প্রতিপক্ষ পেরু।

ব্রাজিল দল : গোলকিপার : আলিসন, বেন্তো, এদেরসন। ডিফেন্ডার : দানিলো, এবনার, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনহোস। মিডফিল্ডার : আন্দ্রে, ব্রম্ননো গুইমারেস, গারসন, লুকাস পাকেতা। ফরোয়ার্ড : এন্দ্রিক, লুইস হেনরিক, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র, ইগর জেসুস, গাব্রিয়েল মার্টিনেলিস্ন ও রাফিনহা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে