শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দুই ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টিনার মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
এমিলিয়ানো মার্টিনেজ

বিতর্ক সৃষ্টিতে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জুড়ি নেই। তবে এবার আর পার পেলেন না। অশালীন আচরণ ও ফেয়ার পেস্নর নিয়ম ভাঙায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন তিনি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে ১০ অক্টোবর ভেনিজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে তার খেলা হচ্ছে না। দুটি ঘটনার জন্য মার্টিনেজকে এই শাস্তি দিয়েছে ফিফার ডিসিপিস্ননারি কমিটি।

আচরণবিধি ভঙ্গে ভিন্ন দুই ঘটনায় মার্টিনেজকে এই শাস্তি দিয়েছে ফিফা। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপিস্নকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন মার্টিনেজ। ২০২২ বিশ্বকাপ জয়ের পর তার এরকম উদযাপনের জন্যই আলোচনা-সমালোচনা হয়েছিল। এবারের উদযাপনে সেদিকেই হয়তো ইঙ্গিত করছিলেন তিনি। চিলির বিপক্ষে কোড অব কন্ডাক্ট ভেঙেছেন তিনি।

পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর আবার খবরের শিরোনামে আসেন মার্টিনেজ। এবার একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি কারও দিকে চাপ মারছেন। জনি জ্যাকসন নামে সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্টিনেস তার গায়ে হাত তুলেছেন এবং এ ঘটনায় তিনি 'খুবই ক্ষুব্ধ, প্রচন্ড রুষ্ট।'

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্টিনেজের শাস্তির খবর নিশ্চিত করে। পাশাপাশি এটিও জানিয়ে দেয়, শাস্তির এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়। আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল মার্টিনেজের। বিশেষ করে টাইব্রেকারে বীরোচিত পারফরম্যান্সে তিনি নিজেকে তুলে নিয়েছেন ভিন্ন উচ্চতায়। তবে বিতর্কও

তার পিছু ছাড়ে না।

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়া ১৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে