৬০ বছর পর পাতৌদির স্মৃতি ফেরালেন রোহিত
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর তাতেই ঘটে গেল ৬০ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি। গ্রিন পার্ক স্টেডিয়ামে খানিক আগে শুরু হয়েছে খেলা। ভেনু্যটির ইতিহাসে এটি ২৪তম টেস্ট। পুরনো এই মাঠটিতে টসে জিতে কোনো অধিনায়ক মাত্র দ্বিতীয়বারের মতো টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।
১৯৬৪ সালের ১৫ ফেব্রম্নয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কানপুরে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক মনসুর আলী খান পাতৌদি। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিকরা ফলোঅনে পড়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।
সেই টেস্ট সিরিজের সব
ম্যাচই হয়েছিল ড্র।
রোহিতের প্রথমে ফিল্ডিং নেয়ার অবশ্য যৌক্তিক কারণ রয়েছে। সকালে বৃষ্টি হওয়ায় পিচটি স্যাঁতসেঁতে দেখাচ্ছে এবং আগে ব্যাটিং করা সহজ হবে না। তিনজন সিমারকে কাজে লাগাতেই টিম ইন্ডিয়ার কাপ্তানের এমন সিদ্ধান্ত। বাংলাদেশের ব্যাটাররা সেই চ্যালেঞ্জ কীভাবে সামলাতে পারে, সেটিই দেখার বিষয়।