শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

টিকিট কালোবাজারি রুখতে বিসিবির নতুন পদক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
টিকিট কালোবাজারি রুখতে বিসিবির নতুন পদক্ষেপ

বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ কিংবা বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে ঘিরে প্রায়ই টিকিট কালোবাজারির একটা অভিযোগ শোনা যায়। এবার এই সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। গুরুত্বপূর্ণ সিরিজ কিংবা টুর্নামেন্টে অনলাইনে টিকিট বিক্রি করবে দেশের

\হক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সাকিব আল হাসানের অবসর সিদ্ধান্ত, আসন্ন বিপিএলে আয়োজনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার বোর্ড সভায় বসেছিল বিসিবির নতুন পরিচালনা পর্ষদ। সেই সভা শেষে বিপিএলসহ বিভিন্ন বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি।

টিকিট কালোবাজারি নিয়ে বিসিবি প্রধান ফারুক আহমেদ জানান, কাগজের টিকিটে দুর্নীতি নিয়ন্ত্রণ করা কঠিন। সে কারণে অনলাইন টিকিটের ব্যবস্থা করতে যাচ্ছেন তারা। নতুন ব্যবস্থায় কিছু সৌজন্যমূলক টিকিট থাকবে। তবে সেটা খুব সহজেই যাতে

চিহ্নিত করা যায়, সেই ব্যবস্থাও থাকবে।

টিকিটের প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'আমাদের যে খেলাগুলো হয়, কাগজের টিকিটে নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা টিকিটিং সিস্টেম ডিজিটালাইজড করতে যাচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএল সবকিছুতে এটা বোর্ডের রাজস্ব আয়ের ভালো উৎস হতে পারে বলে মনে

করছেন পরিচালকরা।'

তিনি আরও বলেন, 'এর আগে খুব কম পরিমাণে, ছোট একটা অংশ ছিল অনলাইনে। এটাকে আমরা ৭০-৮০ শতাংশই ডিজিটালাইজড করব, যতটা আমাদের জন্য উপযুক্ত হয়। প্রত্যেকটা টিকিটের হিসাব তাতে

আমাদের কাছে থাকবে।'

আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অনলাইন টিকিট ব্যবস্থা চালু করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিসিবি বস, 'সামনে দুটি টেস্ট ম্যাচ আছে। পাইলট প্রজেক্ট হবে এই সিরিজ। বেশি টিকিট করতে হবে না, টেস্ট ম্যাচে দর্শক বেশি হয় না। ব্যবস্থাপনা কেমন হতে পারে, এসব নিয়ে আলোচনা হবে। সিরিজ যেহেতু খুব কাছে, আমরা দেখব। সিস্টেমটা যারা তৈরি করছে, তারা যদি দিতে পারে, তাহলে

চেষ্টা করব আমরা।'

সৌজন্যমূলক টিকিটের বিষয়ে ফারুক আহমেদ বলেন, 'আমাদের কিছু টিকিট সৌজন্যমূলক দিতে হয়, কিছু এজেন্সি আছে, যারা কাজ করে। তাদের কিছু দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয়,র্ যাব, পুলিশ, যারা যারা থাকেন, তাদের কথা বিবেচনায় রেখেছি। সৌজন্যমূলক সেই টিকিটগুলো যেন আমরা শনাক্ত করতে পারি। টিকিটে কিউআর কোড থাকবে। কোনটা সৌজন্যমূলক, কোনটা রাজস্ব টিকিট, সেটা যেন বুঝতে পারি, সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে