ভিয়েতনামের বিপক্ষে জয়ের স্বপ্ন বাংলাদেশের

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর ভিয়েতনাম। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি খেলবে মারুফুল হকের শিষ্যরা। কঠিন এই ম্যাচেও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। গ্রম্নপ 'এ'তে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে ১ হার আর ১ ড্র নিয়ে চার নম্বরে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ দল প্রায় এক ঘণ্টা অনুশীলন করে। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের খেলোয়াড় মইনুল ইসলাম মঈন জানান, এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় পেতে আত্মবিশ্বাসী তারা, 'আলহামদুলিলস্নাহ আমরা সবাই সুস্থ আছি আমরা কালকের (আজ) ম্যাচ নিয়ে ভাবছি। আজ (বৃহস্পতিবার) ভালো একটা ট্রেনিং সেশন শেষ করলাম। আমাদের আর দু'টি ম্যাচ আছে। গত ম্যাচ ড্র করেছি। একটা গোল করেছিলাম। তারপরও ম্যাচটা ড্র হয়েছে। আগামী ম্যাচগুলোতেও গোল করব ইনশাআলস্নাহ। টিমের সবাই নিজের শতভাগ দিয়ে সামনের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ব ইনশাআলস্নাহ।' দলের সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, 'আগামীকাল (আজ) ভিয়েতনামের সঙ্গে আমাদের তৃতীয় ম্যাচ। ভিয়েতনামের গত দু'টি ম্যাচ আমরা দেখেছি। তাদের সবল দিক ও দুর্বলতাগুলো সম্পর্কে জেনেছি। তারা বল পজিশনে রাখে এবং বেশিরভাগ সময় তারা কাউন্টার অ্যাটাক করে। আমরা গতকাল এবং আজ (বৃহস্পতিবার) ভালো সেশন করেছি। তাদের স্ট্রং সাইড এবং উইক সাইড নিয়ে কাজ করেছি। ভিয়েতনাম যেহেতু আমাদের শক্ত প্রতিপক্ষ, আমাদের লক্ষ্য থাকবে তাদের স্ট্রং সাইড বন্ধ করে তাদের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে।'