শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাংলাদেশি পেসারদের প্রশংসায় আকাশ

ক্রীড়া ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশি পেসারদের প্রশংসায় আকাশ

বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় পেসার আকাশ দীপ। তবে সিমারদের জন্য আসল পরীক্ষা হবে কানপুরের কালো উইকেটে, এটা মনে করেন তিনি। আকাশের মতে, কানপুরের গ্রিন পার্কের ম্যাচটি ভারতের জন্য মোটেও সহজ হবে না।

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে কানপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। বুমরাহ আসলেও বোলিং করেননি। সিরাজ মোটে করেছেন দুই ওভারের মতো। বাকিটা সময় হাত ঘুরিয়েছেন বিহারে জন্ম নিয়ে বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশ দীপ। চেন্নাই টেস্টে বুমরাহ-সিরাজ-আকাশের সঙ্গে সমান তালে লড়েছেন বাংলাদেশি পেসার তাসকিন-নাহিদ-হাসান মাহমুদ। বাংলাদেশের পেস বিপস্নবের খবর ঠিক জানা আছে আকাশের। চিদাম্বরমে দেখলেন সামনে থেকে, করলেন ভূয়সী প্রশংসা। আকাশ বলেন, 'বাংলাদেশের পেস বোলাররা চেন্নাইয়ে দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ইনিংসে তারা আমাদের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা স্স্নো হয়ে যাওয়ায় তারা ততটা সুবিধা করতে পারেনি। তবে তারা দারুণ ছিল।' কানপুরে দু'দলের একাদশ থেকেই হয়তো কমে যাবে পেসারের সংখ্যা। যে কারণে কুলদীপ যাদবরা নেটে কাটিয়েছেন অনেকটা সময়। তবে নতুন বলে ব্রেক থ্রু এনে দিতে মূল দায়িত্বটা যে নিতে হবে সিমারদের সেটা মনে করিয়ে দিলেন আকাশ দীপ।

তিনি বলেন, 'গত কয়েক দিন ধরেই দেখছি উইকেট নিয়ে খুব কথা হচ্ছে। বাস্তবতা হচ্ছে উইকেট যেমনই হোক না কেন আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি তবে ম্যাচ হাতের নাগালেই থাকবে।'

আকাশ আরো বলেন, 'যদি পিচ পেসারদের অনুকূলে নাও থাকে তবুও আমার এমন পরিকল্পনা করতে হবে যাতে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারি। যতটুকু দেখেছি কানপুরের উইকেট যথেষ্ট স্পোর্টিং। যেখানে দুপক্ষই সুবিধা পাবে।'

কানপুরে টিম ইন্ডিয়ার প্রথম দিনের অনুশীলনে আলাদা কাজ হয়েছে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়েও। অর্থাৎ টাইগার বোলারদের সামলাতে সব অস্ত্রই প্রস্তুত রাখছেন হেড কোচ গৌতম গম্ভীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে