কোহলি-রোহিতদের বিশেষ সুবিধা দেওয়া হয় ভারতের ক্রিকেটে!

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত জিতলেও অভিজ্ঞ দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটে ছিল না রান। দুই ইনিংস মিলিয়ে ভারতের অধিনায়ক রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র ১১। দুই ইনিংসে কোহলিও করেছেন ২৩! তাতে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, অভিজ্ঞ দুই তারকা ভারতের ঘরোয়া দুলীপ ট্রফিতে প্রথম রাউন্ডে খেললে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু তারা সেটা করেননি। তাতে মাঞ্জরেকার ইঙ্গিত করেছেন, রোহিত-কোহলিদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। যা ভারতের ক্রিকেটে লম্বা সময় ধরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্রিকইনফোতে মাঞ্জরেকার প্রশ্ন তুলে বলেন, 'আমি এটাতে উদ্বিগ্ন নই। তবে অনেকের মনে হয়েছে দুজনের কিছু লাল বলের ক্রিকেট খেলে আসা উচিত ছিল। দুলীপ ট্রফিতে তাদের নেওয়ার একটা সুযোগ ছিল। তাই নির্দিষ্ট খেলোয়াড়দের বিশেষ চোখে দেখার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এবং ভারতের ক্রিকেট ও খেলোয়াড়দের স্বার্থ দেখেই কাজ করা উচিত।' অবশ্য রোহিত-কোহলিদের নিয়ে প্রশ্ন তুললেও মাঞ্জরেকার এটা স্বীকার করেন, তাদের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সামর্থ্য আছে কানপুরে টেস্টে, 'বিরাট, রোহিত দুলীপ ট্রফিতে খেলছে না। এটা ভারতের জন্য মোটেও ভালো নয়। ভালো নয় ওদের নিজেদের জন্যও। দুলীপ ট্রফিতে খেললে ওই টেস্টে তাদের অবস্থা ভিন্ন হলেও হতে পারত। কিন্তু এটা মনে রাখতে হবে ওদের একটা ক্লাস আছে এবং অভিজ্ঞতা যার মাধ্যমে পরে সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে।' তার পর তিনি আরও বলেছেন, 'ভারতের এটাই সমস্যা অনেক দিন ধরে। সেটা হচ্ছে কিছু খেলোয়াড়কে তাদের মর্যাদার জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। সেটা ওই খেলোয়াড়কেই বেশি সমস্যায় ফেলে আসলে।'