শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পুলিশের ক্রীড়াবিদরা দায়িত্বে ফিরছেন

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পুলিশের ক্রীড়াবিদরা দায়িত্বে ফিরছেন

দেশের খেলাধুলায় পুলিশ বাহিনীর ক্রীড়াবিদরা নিয়মিত অংশ নিয়ে থাকেন। ৩৪টির মতো ডিসিপিস্ননে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে তাদের উপস্থিতি লক্ষণীয়। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে খেলা রেখে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ফিরছেন পুলিশের ক্রীড়াবিদরা। পুলিশের সব খেলোয়াড়দের যার যার জেলা ও ইউনিটে যোগ দিতে বলা হয়েছে। আপাতত খেলার চেয়ে আইনশৃঙ্খলা ঠিক রাখার দিকে দৃষ্টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

২৪ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আশরাফুজ্জামানের সই করা চিঠি সব ডিসিপিস্ননের সম্পাদক এবং যারা দায়িত্বে আছেন, তাদের কাছে পাঠানো হয়েছে। শুধু খেলা নয়, সাংস্কৃতিক কর্মকান্ডে যারা আছেন, তাদেরকেও একই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, 'সাম্প্রতিক প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের অপারেশন পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হওয়ায় বাংলাদেশ পুলিশ ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে নিয়োজিত যেসব সদস্য রয়েছে, তাদের দ্রম্নত সময়ের মধ্যে নিজ নিজ জেলা ও ইউনিটে প্রেরণ করতে অনুরোধ করা হয়েছে।'

ফলে এবার খেলাধুলায় যুক্ত থাকা প্রায় ৩০০ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন। এদিকে পুলিশ ফুটবল ক্লাবের সম্পাদক ও ডিআইজি (রেলওয়ে) শেখ মো. রেজাউল হায়দার বলেন, 'আমরা চিঠি পেয়েছি। তবে পুলিশ ফুটবল ক্লাবের সামনে খেলা আছে। প্রিমিয়ার লিগ শুরু হবে। সদস্যরা আগেই যার যার ইউনিট ও জেলাতে হাজিরা দিয়েছে। ফুটবলারদের মনে হচ্ছে সমস্যা হবে না। তারা খেলাতেই থাকবে। না থাকলে তো ফুটবলে অংশই নিতে পারব না আমরা। এই দলে ১৬ কিংবা ১৭ জন আছে চাকরি করে। খেলাটাও চাকরির অংশ। বাকিদের খেলা মনে হচ্ছে এই সময়ে নেই, যেহেতু দেশে আইনশৃঙ্খলা এখন মূল অগ্রাধিকার, তাই জেলা ও ইউনিটে যোগ দেওয়ার  নির্দেশনা এসেছে। সামনে যাদের খেলা থাকবে হয়তো তারা তখন অনুশীলনেরও সুযোগ পাবে। এ নিয়ে অন্য কিছু  চিন্তার নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে