শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মাঠের খেলায় কবে ফিরবেন নেইমার?

ক্রীড়া ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মাঠের খেলায় কবে ফিরবেন নেইমার?

গত অক্টোবর ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার জুনিয়র। কবে ফিরবেন, সেটারও নিশ্চয়তা মিলছে না। আল হিলাল কোচের কথায় তাকে নিয়ে শঙ্কা আরও বাড়ল। এই বছরে তাকে হয়তো আর দেখা যাচ্ছে না!

গত বছরের আগস্টে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর মাত্র ৫টি ম্যাচই খেলতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার পর তো অস্ত্রোপচারের পর সাইডলাইনেই। জুলাইয়ে অনুশীলনে ফিরেছেন যদিও। তাতে একটা সম্ভাবনা জেগে উঠে, হয়তো খুব শিগগিরই দেখা মিলবে নেইমারের। কিন্তু আল হিলাল কোচ জোর্জে জেসুসের কথায় তেমন কোনো ইঙ্গিত মিলল না। তিনি বলেছেন, 'নেইমার আল হিলালের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সার্বিকভাবে লিগের জন্যও। কিন্তু আমি এই মুহূর্তে তার ফেরা নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ বলতে পারছি না। তবে তার সবশেষ অবস্থা জানুয়ারিতে পর্যবেক্ষণ করা হবে।'

মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে চুক্তিবদ্ধ করতে পারে আল হিলাল। কারণ সৌদি প্রো লিগে দলগুলো ২১ বছরের বেশি সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারে। আর মৌসুমের প্রথমার্ধের জন্য নেইমারের জায়গায় এরই মধ্যে বেনফিকা থেকে সেপ্টেম্বরের শুরুতে মার্কোস লিওনার্ডোকে নিয়ে আসা হয়েছে।

তার পরেও নেইমার যদি পুরোপুরি ফিটনেস অর্জন করতে পারেন। তাহলে আল হিলালের চলমান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইনে খেলতে পারবেন তিনি। কারণ মহাদেশীয় এই টুর্নামেন্টে আবার কজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন, তার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা নেই। উলেস্নখ্য, আল হিলালের হয়ে নেইমারের চলমান চুক্তিটা আগামী বছরের আগস্ট পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে