শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে কন্ডিশন নিয়ে সতর্ক ভারত

ক্রীড়া ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কানপুরে উইকেট পরিদর্শনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর -ওয়েবসাইট

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টেস্ট নিয়ে কট্টরপন্থি সংগঠন হিন্দু মহাসভার হুমকির জন্য এরই মধ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাতে বল মাঠে গড়ানোর শঙ্কা অনেকটা কেটে গেলেও টেস্টের প্রথম দুই দিন বজ্রপাতসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা ফেলছে কপালে দুশ্চিন্তার ভাঁজ। তাই কন্ডিশন নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে থাকার পক্ষে টিম ইন্ডিয়া।

কানপুরে কালো মাটির পিচ করা হয়েছে। আপাতত দু'টি পিচ তৈরি রাখা হয়েছে। তার মধ্যেই একটি পিচে খেলা হবে। বৃহস্পতিবার মাঠে গিয়ে দু'টি পিচই ভালো করে খতিয়ে দেখেছেন হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। তারা এদিন গণমাধ্যমের মুখোমুখি হননি।

টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার বলেন, 'আমি আসলে কিছু প্রত্যাশা করছি না। আমি প্রত্যাশায় বিশ্বাসী নই। ফলে নির্দিষ্ট দিনে কী হবে, তা দেখতে অপেক্ষায় আছি আমি। কন্ডিশন নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে।'

চেন্নাইয়ের লাল মাটির উইকেটে শুরুতে পেসাররা সহায়তা পেলেও পরে তা স্পিন ট্র্যাক হয়ে ওঠে। কানপুরের উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করতে নারাজ নায়ার, 'আগে থেকেই ভেবে বসে থাকলে চলবে না যে, বল অনেক টার্ন করবে নাকি অনেক সিম করবে। তাই আপনি আগে থেকেই এ ব্যাপারে কিছু জানেন না। প্রথম দিনে পিচ কন্ডিশন বুঝতে হবে। এরপর ম্যাচ নিয়ে এগোতে হবে। যে রকমভাবে আসবে, সেভাবেই আমরা চ্যালেঞ্জ নিতে চাই। আগে থেকেই কিছু ভেবে বসে থাকতে চাই না।'

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিনই প্রথম একাদশ প্রায় জানিয়ে দিয়েছিল ভারত। কিন্তু কানপুরে দ্বিতীয় টেস্টের আগে নীরব স্বাগতিকরা। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসা ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়ে দিলেন, শুক্রবার পিচ ও আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেবেন তারা।

ভারতের প্রতিনিধি হয়ে এসেছেন সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি বলেন, 'সত্যি বলতে আমি জানি না কোন পিচে খেলা হবে। দুটো পিচই ভালো দেখাচ্ছে। কানপুরে বরাবরই পিচ ভালো হয়। যদিও পিচে কতটা বল লাফাবে তা এখনো জানি না।'

প্রথম একাদশ নির্বাচনে তাড়াহুড়া করতে চাইছে না ভারত। নায়ার বলেন, 'যা পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে প্রথম একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সে সব দেখেই আমরা সিদ্ধান্ত নেব।' ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি নায়ার। তার মতে, ঘরোয়া স্তর থেকেই ক্রিকেটাররা ফিটনেস নিয়ে সচেতন। এ জন্য সাবেক অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করেছেন নায়ার। তিনি বলেন, 'বিরাট যে দিন থেকে ভারতের অধিনায়ক হয়েছে সে দিন থেকে দলের ফিটনেস বদলে গিয়েছে। প্রতিদিন তা আরও ভালো হচ্ছে। আইপিএল বা ঘরোয়া ক্রিকেটের দিকে তাকালেও দেখা যায়, এখনকার ক্রিকেটাররা কতটা ফিট। প্রথম টেস্টে যশস্বী (জয়সাওয়াল) দুর্দান্ত ক্যাচ ধরেছে। বাউন্ডারি ও বৃত্তের মধ্যে রান বাঁচাচ্ছে ওরা। ভারতীয় দলের ফিল্ডিং ঠিক দিকে এগোচ্ছে।'

চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টে ফেভারিট হিসেবেই নামছে ভারত। শুক্রবার থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। লাল বলের সিরিজের পরপরই তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে