ইংল্যান্ডের বিপক্ষেও টেস্টে দায়িত্ব সামলাবেন শান মাসুদ
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
টেস্টে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়কত্ব নিয়ে চাপে ছিলেন শান মাসুদ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে অবশ্য অধিনায়ক হিসেবে থাকছেন তিনি। তাকে নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাবর আজমের বদলে অধিনায়কত্ব পেলেও শান মাসুদের অধীনে পাঁচটি টেস্টে হেরেছে পাকিস্তান। দলটি আগে কখনো বাংলাদেশের কাছে টেস্ট হারেনি। কিন্তু তার অধীনে খেলতে নামার পর দুই টেস্টসহ মোট পাঁচটি টেস্টে পাকিস্তান হার দেখেছে। অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে ৩ ম্যাচের টেস্ট সিরিজ (৩-০)। মূলত লাল বলের কোচ জেসন গিলেস্পে ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছেন বলেই মাসুদ অধিনায়কত্ব ধরে রেখেছেন। আগামী মাসে মুলতানে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে স্থান হয়েছে বামহাতি স্পিনার নুমান আলীর। ফাস্ট বোলার খুররাম শাহজাদ সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ায় তার জায়গায় এসেছেন নুমান। বাংলাদেশের বিপক্ষে খেলা মোহাম্মদ আলী ও অব্যবহৃত ব্যাটার কামরান গুলাম বাদ পড়েছেন। পিঠের চোটে বাংলাদেশ সিরিজ খেলতে না পারা অলরাউন্ডার আমের জামাল স্কোয়াডে অবশেষে ফিরেছেন।
স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আব্দুলস্নাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মির হামজা, মুহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নুমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি।