ফুটবল থেকে অবসর নিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্ডার রাফায়েল ভারানে। গত জুলাইয়ে ইতালিয়ান ক্লাব কোমোতে ফ্রি ট্রান্সফারে যোগ দিলেও অভিষেকে হাঁটুর চোটে পড়েন গত মাসে। অবসরের ঘোষণা দিয়ে ভারান বলেছেন, ক্লাবটির সঙ্গে থাকলেও কোনো খেলোয়াড়ি ভূমিকায় দেখা যাবে না তাকে।
ইনস্টাগ্রামে ভারানে লিখেছেন, 'নিজের মান সব সময় সর্বোচ্চ পর্যায়ে রেখেছি। শক্তিশালী থেকে শুধু খেলার মাঝেই নিজেকে ধরে রাখব না। নিজের হৃদয়ের কথা শুনতে অনেক সাহস লাগে।'
ভারানে নিজের ক্যারিয়ার শুরু করেন ফরাসি ক্লাব লঁসের হয়ে। কিন্তু সেখানে কাটিয়েছেন এক মৌসুম। তার পর ২০১১ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। জিতেছেন ১৮টি ট্রফি। তার মধ্যে তিনটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ। তার পর ২০২১ সালে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেন। সব মিলিয়ে ইংলিশ ক্লাবটিতে খেলেছেন ৯৫ ম্যাচ। কিন্তু এই সময় নানাবিধ চোট সমস্যায় ভুগতে হয় তাকে।
৩১ বছর বয়সি ভারাুেন ফ্রান্সের হয়ে অভিষেক করেন ২০১৩ সালে। দেশের হয়ে খেলেছেন ৯৩টি ম্যাচ। জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। তার পর ২০২১ সালের নেশন্স লিগ। গত বিশ্বকাপেও ফাইনাল খেলেছেন। বিদায়কালে বলেছেন, 'আমি অনেকবার পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। থেমে যাওয়ার এবং বুট জোড়া তুলে রাখার এটাই সঠিক সময়; যেখানে ওয়েম্বলিতে সর্বশেষ ম্যাচে ট্রফি জিতেছি।'