ভারতের থেকে পাকিস্তানকে পেশাদারিত্ব শিখতে বললেন কামরান
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠ, চেনা কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি পাকিস্তান। আর সেই বাংলাদেশ দলকেই নিজ আঙিনায় পেয়ে সিরিজের প্রথম টেস্টে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন দাপুটে পারফরম্যান্সের পেছনে তাদের পেশাদারত্বের কৃতিত্ব দেখছেন কামরান আকমাল। এই জায়গায় ভারতের কাছ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বলেছেন পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে সফরকারীদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পায় ১০ উইকেটের বড় হারের তেতো স্বাদ। একই মাঠে দ্বিতীয় টেস্টেও করুণ পরিণতি হয়ে পাকিস্তানের; হেরে যায় ৬ উইকেটে। পাকিস্তানের মাটিতে তো বটেই, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা নাজমুল হোসেন প্রন্ত, লিটন দাসদের মাটিতে নামিয়ে এনেছে ভারত। চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। ভারতের এমন পারফরম্যান্স দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করলেন কামরান।
নিজের ইউটিউব চ্যানেলে কামরান বললেন, 'পিসিবির উচিত বিসিসিআই থেকে শেখা, তাদের পেশাদারত্ব, তাদের দল, নির্বাচক, অধিনায়ক ও কোচের কাছ থেকে শিক্ষা নেওয়া। এ বিষয়গুলো একটি দলকে এক নম্বর করে তোলে এবং তারা বিশ্বে আধিপত্য বিস্তার করে। আমরা যদি এতই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট এখানে থাকত না। আপনাদের অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে।'
ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার, কানপুরে। আর অক্টোবরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।