নতুন জটিলতায় আর্জেন্টিনা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা -ওয়েবসাইট
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরে গিয়েছে আর্জেন্টিনা। ঘুরে দাঁড়াতে এরমধ্যেই পরিকল্পনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। ভেনেজুয়েলার বিপক্ষে পরবর্তী বাছাই পর্বের ম্যাচে নামার আগে ফ্লোরিডার মায়ামিতে অনুশীলন ক্যাম্প করবে দলটি। কলম্বিয়ায় সবশেষ ম্যাচ হারলেও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে আর্জেন্টিনা। তবে ব্যবধান কমিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়া। সমান ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। তৃতীয় স্থানে থাকা উরুগুয়ের সংগ্রহও ১৫ পয়েন্ট। শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই আলবিসেলেস্তেদের। কূটনৈতিক দ্বন্দ্বের কারণে গত মার্চ থেকে ভেনেজুয়েলার ভূখন্ডে আর্জেন্টিনার ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সরাসরি সে দেশে যেতে পারবেন না মেসি-মার্টিনেজরা। তৃতীয় দেশে ট্রানজিট নিতেই হবে। তাই ভেনেজুয়েলা যাওয়ার আগে মায়ামিতে ক্যাম্পও করার পরিকল্পনা এঁকেছেন এএফএ কর্মকর্তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিওনেল স্কালোনির স্কোয়াডের অনুশীলনের জন্য নির্বাচিত স্থানটি হবে ইন্টার মায়ামির মাঠ, যেখানে লিওনেল মেসি খেলেন। কোপা আমেরিকার আগে আলবিসেলেস্তেদের অনুশীলন সেশনের আয়োজন করা হয়েছিল এই মাঠে। অন্যদিকে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে ইনজুরির কারণে শেষ দু'টি ম্যাচ মিস করা অধিনায়ক মেসি ফিরবেন জাতীয় দলে। ভেনেজুয়েলায় আগামী ১০ অক্টোবর বাছাইপর্বের নবম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৫ অক্টোবর এস্তাদিও মনুমেন্টাল ডি রিভারে বলিভিয়াকে আতিথেয়তা দেবে দলটি।