ম্যাচ জিততে না পারলে ভালো ক্রিকেটের মানে নেই : জ্যোতি
প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনো মানে নেই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল... অবশ্যই... সেমিফাইনাল কে না খেলতে চায়
প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
এবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু নিরাপত্তা ইসু্যতে বাংলাদেশ থেকে টি২০ বিশ্বকাপের আসর সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তাতে হতাশা থাকলেও লক্ষ্য থেকে একচুল সরে যায়নি টাইগ্রেসরা। আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াচ্ছে নারী টি২০ বিশ্বকাপের এবারের আসর। সেই টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের ভেনু্যর উদ্দেশে রওনা করার আগে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দল ভালো করলে সেমিতে খেলাও সম্ভব বলে মনে করেন তিনি।
ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হলেও জ্যোতি-নাহিদাদের অনুশীলনে ঘাটতি রাখেনি বিসিবি। দিন কয়েক আগে 'এ' দলের মোড়কে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলে এসেছেন তারা।
টি২০ বিশ্বকাপ অংশ নিতে আগামী বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপে বড় আশা নিয়েই যাচ্ছেন জ্যোতিরা। গতবারও আশার ফানুশ ফুলিয়ে বিশ্বকাপে খেলতে গিয়ে কোনো ম্যাচ না জিতেই ফিরতে হয়েছিল বাংলাদেশকে। তাই এবার প্রাথমিক লক্ষ্য হিসেবে অন্তত একটি জয় পেতে চান তারা।
অধিনায়ক জ্যোতি বলেন, 'প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনো মানে নেই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল... অবশ্যই... সেমিফাইনাল কে না খেলতে চায়।'
নারীদের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো পারফরম্যান্সের বিকল্প দেখেন না জ্যোতি। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা... যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।'
ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন জ্যোতি। এবারের বিশ্বকাপে প্রথম যেদিন মাঠে নামবেন, সেটিই হবে জাতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে তার শততম ম্যাচ, যা বাড়তি আনন্দের কারণ তার কাছে।
মেয়েদের আন্তর্জাতিক টি২০তে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলে ফেলেছেন নিগার। সব ঠিক থাকলে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে সংখ্যাটা একশতে পূরণ করার সুযোগ থাকছে তার সামনে। জয় দিয়েই নিজের শততম ম্যাচ উদযাপন করতে চান নিগার।
জ্যোতি বলেন, 'প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই.. একজন পেস্নয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনো জানি না খেলতে পারব কি না। যদি আলস্নাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।'
বাংলাদেশ নারী ক্রিকেট দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।