শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রোমাঞ্চকর সাত গোলের ম্যাচে লেভারকুসেনের জয়

ক্রীড়া ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রোমাঞ্চকর সাত গোলের ম্যাচে লেভারকুসেনের জয়

শেষ মুহূর্তে গোল করে জয় যেন বায়ার লেভারকুসেনের অলিখিত নিয়ম। গত মৌসুমে বহুবার শেষ সময়ে গোল করে জিতেছিল জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। যদিও নতুন মৌসুমে শেষ মুহূর্তে গোল হজম করে হারের রেকর্ডও আছে তাদের। তবে জয়টাই যেন দিনে দিনে ঐতিহ্যে রূপ নিচ্ছে লেভারকুসেনের। রোববার রাতে ওলফবার্গের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে লেভারকুসেন। এই ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় বুন্দেসলিগার গতবারের চ্যাম্পিয়নরা। ৯৩ মিনিটে লেভারকুসেনের জয়সূচক গোলটি করেন ভিক্টর বোনাফেস।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার টেবিলের দ্বিতীয় স্থানে আছে লেভারকুসেন। সমান ম্যাচ খেলে ১২ নিয়ে শীর্ষস্থান দখল করেছে বায়ার্ন মিউনিখ। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচের ৫ মিনিটে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লেভারকুসেন। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন লেভারকুসেনের ফরাসি ডিফেন্ডার নর্দি মুকিইলে। ১৪ মিনিটে লেভারকুসেনের ফ্লোরিয়ান ভিরটজ গোল করে ম্যাচে সমতা আনেন (১-১)। ৩২ মিনিটে জোনাথন টায়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লেভারকুসেন। ৫ মিনিট পর ওলফবার্গকে ২-২ সমতায় ফেরান সেবাস্টিয়ান বার্নাউ। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১) মাতিয়াস ভ্যানবার্গের গোলে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিক ওলফবার্গ।

বিরতি থেকে এসে ৪৮ মিনিটে পিয়েরো হিনকাপির গোলে ৩-৩ সমতায় ফেরে লেভারকুসেন। এরপর জয়সূচক গোল পাওয়ার লড়াইয়ে মেতে ওঠে দুইদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে