শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইতিহাদে উত্তাপ ছড়ানো সিটি-আর্সেনাল ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইতিহাদে উত্তাপ ছড়ানো সিটি-আর্সেনাল ম্যাচ ড্র

লিভারপুলের সঙ্গে ম্যানচেস্টার সিটির শিরোপার দ্বৈরথ এখনো ঠিক শেষ হয়ে যায়নি। তবে শেষ দুই মৌসুমে ম্যানচেস্টার সিটির সঙ্গে চোখে চোখ রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য লড়ে গেছে আর্সেনালই। ম্যানসিটিতে পেপ গার্দিওলার সহকারী ছিলেন মিকেল আর্তেতা। তিনিই এখন আর্সেনালের ডাগআউটে এসে নিজের সাবেক ক্লাবকে নিয়ে যাচ্ছে শিরোপার পথে। 

ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদে রোববার রাতে সেই ম্যাচই মাঠে গড়াল। দুই শিরোপাপ্রত্যাশীর লড়াইয়ে গোল, বিতর্ক আর লালকার্ড সবই ছিল। মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কিও হয়েছে। আবার গোল উদযাপন করতে গিয়ে আর্লিং হালান্ড আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মাথায় বলও মেরেছেন। 

এত নাটকীয়তার পর ম্যাচ অবশ্য হয়েছে ড্র। ১০ জনের আর্সেনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা আরও স্পষ্ট করলে ৭৫ মিনিটের পর থেকে টানা ডিফেন্সই করেছে। তবে ৯৮ মিনিটে জন স্টোনসের গোলটা তাদের জয়বঞ্চিত করেছে। এরই সুবাদে টানা ১০ বছর ইতিহাদ থেকে জয় নিয়ে ফেরা হলো না গানার্সদের। ৭ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি মাইকেল অলিভার। সেই সময়ও পেরিয়ে যাওয়ার পরই গোল পেয়েছে সিটি। পেনাল্টি বক্সের ভেতর থেকেই গোলটি করেছেন স্টোনস। আর এই ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটিই রইল শীর্ষে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে চারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে