শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অশ্বিনকে কোহলি-রোহিতের কাতারেই রাখেন তামিম

ক্রীড়া ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অশ্বিনকে কোহলি-রোহিতের কাতারেই রাখেন তামিম

ঘরের মাঠে দলকে দুহাত ভরেই সহায়তা করলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম চাপের মুখে তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি (১১৩)। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে শিকার করেন ৬ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বড় জয় পায় ভারত। ভারতীয় দলে তারকা খেলোয়াড় মানেই সবার আগে চলে আসে রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম। তবে তাদের সঙ্গে অশ্বিনকেও এক কাতারে রাখেন বাংলাদেশের তামিম ইকবাল।

ভারতীয় গণমাধ্যমকে বাঁহাতি এই ওপেনার বলেন, 'সে (অশ্বিন) যা করেছে তা অসাধারণ। দক্ষ ব্যাটারের মতোই ব্যাট করছিল সে। আমি ভিন্ন দেশ থেকে এসেছি। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবদান নিয়ে আমি সবসময়ই শুনে থাকি, তবে আমার চোখে রবিচন্দ্রন অশ্বিনও সমান গুরুত্বপূর্ণ। কারণ আমরা তখনই কেবল কথা বলি, যখন তারা ভালো খেলে, যখন সেঞ্চুরি পায়, যখন তারা পাঁচ-ছয় উইকেট পায়। তবে ভারতীয় দলে তাদের অবদান অসামান্য। (অশ্বিনের অবদান) ঠিক ততটাই বড় যতটা রোহিত শর্মা ও বিরাট কোহলির।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে