রেকর্ড গড়ার স্বপ্নে ধাক্কা খেল মায়ামি
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
টিভি সম্প্রচারের ঘড়ি অনুযায়ী শেষ বাঁশি বাজতে সময় বাকি তখন আর মোটে ২০ সেকেন্ড। ধারাভাষ্যকার বলছেন, 'নিউ ইয়র্কের কর্নার-মরিয়া সময়।' ধারাভাষ্যকারের সেই কণ্ঠ উত্তেজনার উত্তুঙ্গে উঠে গেল এরপরই। মরিয়া সেই প্রচেষ্টাতেই যে বল আশ্রয় নিল জালে! ঘরের মাঠের ৪০ হাজার দর্শককে উলস্নাস ভাসিয়ে বাংলাদেশ সময় রোববার সকালে একদম শেষ সময়ে লিওনেল মেসির ইন্টার মায়ামির কাছ থেকে পয়েন্ট আদায় করে নেয় নিউ ইয়র্ক সিটি।
৯৫ মিনিটে কর্নার থেকে হেডে গোলটি করেন তরুণ মিডফিল্ডার জেমস স্যান্ডস। মেজর সকার লিগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। পয়েন্ট হারালেও অবশ্য মেজর সকার লিগে টানা সাত ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি। ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ইনজুরি থেকে ফেরার পর মেসির তৃতীয় ম্যাচ ছিল এটি। পঞ্চম মিনিটেই তার ফ্রি কিক উড়ে যায় সামান্য ওপর দিয়ে। পরে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন লুইস সুয়ারেজও। প্রথমার্ধে পাঁচটি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি নিউ ইয়র্ক সিটি। এই অর্ধে স্রেফ একটি শট তারা রাখতে পারে লক্ষ্যে। মাঝেমধ্যে কিছু ঝলক দেখানো ছাড়া ম্যাচে সেভাবে প্রভাব রাখতে পারেননি মেসি। ইন্টার মায়ামির আক্রমণেও তাই ধার ততটা ছিল না। ব্যক্তিগত কারণে ম্যাচে ছিলেন না মিডফিল্ডার সার্জিও বুসকেটস।