শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুই ধাপ অবনতি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দুই ধাপ অবনতি বাংলাদেশের

মাসখানেক আগে পাকিস্তানে দারুণ একটা সময় কাটিয়েছিল বাংলাদেশ টেস্ট দল। দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে নাজমুল হোসেন শান্ত বাহিনী, কোনো পাত্তাই পায়নি শান মাসুদের দল। ভারতে গিয়ে প্রথম ম্যাচে টাইগাররা দেখল মুদ্রার উলটো পিঠ। পাকিস্তানে দুই টেস্ট জেতার বদৌলতে সুখবর পেয়েছিল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে তিন ধাপ এগিয়ে চারে উঠে শান্ত বাহিনী।

ভারত সিরিজের চেন্নাই টেস্টে রোববার রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ভারতের ৩৭৬ ও ২৮৭ রানের জবাবে দুই ইনিংসে যথাক্রমে ১৪৯ ও ২৩৪ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা অনায়াসে জিতেছে ২৮০ রানের বিশাল ব্যবধানে। এই হারের পর স্বাভাবিকভাবেই দুঃসংবাদ এল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই ধাপ অবনতি হয়েছে টাইগারদের।

চার থেকে ছয়ে নেমে গেছে বাংলাদেশ। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে তাদের পয়েন্টের শতাংশ ৩৯.৮৯। বাংলাদেশের নিচে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এদের মধ্যে প্রোটিয়াদের ৬ ম্যাচে ৩৯.৮৯, পাকিস্তানের ৭ ম্যাচে ১৯.০৫ ও ওয়েস্ট ইন্ডিজের ৯ ম্যাচে ১৮.৫২ শতাংশ পয়েন্ট।

ভারত আগেই ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল। ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও এক ড্রয়ে এখন তাদের পয়েন্টের শতাংশ ৭১.৬৭। ১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া। তিনে থাকা নিউজিল্যান্ডের ৬ ম্যাচে পয়েন্টের শতাংশ ৫০.০০। চারে থাকা শ্রীলংকা ও পাঁচে থাকা ইংল্যান্ডের পয়েন্টের শতাংশ যথাক্রমে ৪২.৮৬ ও ৪২.১৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে