কানপুর টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বড় জয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ জানাবে বলে ধারণা করা হলেও মাঠে তেমনটা দেখা যায়নি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে আধিপত্য দেখিয়ে ২৮০ রানের বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্ট জয়ের পরই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর
টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টায়
শুরু হবে ম্যাচটি।
রোববার কানপুর টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বুমরাহসহ ২-১ জন ক্রিকেটারকে বিশ্রামের গুঞ্জনের শোনা গেলেও দ্বিতীয় টেস্টের দলে কোনো
পরিবর্তন আনেনি স্বাগতিকরা। যার মানে পূর্ণশক্তির দল নিয়েই
কানপুরে মাঠে নামবে গৌতম গম্ভীরের শিষ্যরা।
চেন্নাই টেস্ট চলাকালীন সময়ে গুঞ্জন উঠেছিল পরের টেস্ট দিয়ে মাঠে
ফিরতে পারেন পেসার মোহাম্মদ শামি। কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে
রাখেনি টিম ম্যানেজমেন্ট। চেন্নাই টেস্টের স্কোয়াড নিয়েই কানপুরে
মাঠে নামবে রোহিত শর্মা।
প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই ফর্মে ছিলেন তাই দলে পরিবর্তনের কথা ভাবেননি নির্বাচক অজিত আগরকর। কোচ গৌতম গম্ভীরও দলে কোনো পরিবর্তন চাননি।
ভারতীয় শিবিরে চোট-আঘাতের সমস্যাও নেই। তাই চেন্নাইয়ের ১৬ জনকে সঙ্গে করেই কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফরাজ খান, রিশাভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রম্নব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।