ইসরাইলি দাবাড়ুকে হারালেন বাংলাদেশের মনন রেজা নীড়
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে চমক দেখিয়ে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। প্রথমবারের মতো বৈশ্বিক কোনো আসরে খেলতে নেমে ইসরাইলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের এই ১৪ বছর বয়সি দাবাড়ু।
হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরাইল। দলীয়ভাবে বাংলাদেশ হারলেও ইসরাইলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে (২৫৪৩ রেটিং) হারিয়েছেন মনন। আসরে এটা তার চতুর্থ জয়। তবে ৩-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
আগের দিন আলোচনায় ছিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। প্রতিপক্ষ ইসরাইলি হওয়ায় খেলতে অস্বীকৃতি জানান এই দাবাড়ু। তাই চার বোর্ডের মধ্যে খেলা হয়েছে তিন বোর্ডে। মনন ছাড়া বাকি দুই প্রতিযোগী তাহসিন তাজওয়ার জিয়া ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরে গেছেন।
অন্যদিকে নারী বিভাগে নরওয়ের বিপক্ষে ৩.৫-০৫ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ। টানা ছয় বোর্ড জেতার পর প্রথম হারের স্বাদ নিয়েছেন আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ।
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব চলমান দাবা অলিম্পিয়াডে ইসরাইলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ বয়কট করেছেন। গাজা ও ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরাইলের ক্রমাগত আক্রমণের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন। দাবা খেলার বিশ্ব সংস্থা ফিদে দ্বৈত নীতি অবলম্বন করছেন বলেও অনুভব করছেন তিনি।
বাংলাদেশের পাঁচজন গ্র্যান্ডমাস্টারের মধ্যে সর্বকনিষ্ঠ রাজিব গত শুক্রবার রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ম্যাচ বয়কটের ঘোষণাটি দেন। ২০২৪ অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগের দশম ও চূড়ান্ত রাউন্ডে বাংলাদেশের চার প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন তিনি। তার নাম দলে অন্তর্ভুক্ত হওয়ার কিছুক্ষণ আগে ওই রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রতিপক্ষ হিসেবে ইসরাইলকে পায় বাংলাদেশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে রাজীব লেখেন, '২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ সালের হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরাইল কীভাবে অংশগ্রহণ করতে পারে? তাদের সঙ্গে খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।'