কেভিন ডি ব্রম্নইনকে নিয়ে শঙ্কা এখনো কাটেনি। তবে আর্সেনালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার আশায় আছেন পেপ গার্দিওয়ালা। শেষ মুহূর্ত পর্যন্ত তারকা এই মিডফিল্ডারের জন্য অপেক্ষা করতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি কোচ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে চোট পান ডি ব্রম্নইন। প্রথমার্ধের শেষ দিকে জ্যাক গ্রিলিশের থ্রম্ন বল ধরার জন্য ছুটতে গিয়ে ঘটে এই অঘটন। মাঝমাঠের সবচেয়ে বড় ভরসাকে দ্বিতীয়ার্ধে আর নামাননি সিটি কোচ গার্দিওয়ালা। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ম্যানসিটি। সময় তাই খুব বেশি নেই। আর এই কারণেই ম্যাচটিতে ডি ব্রম্নইনকে পাওয়া নিয়ে আছে প্রবল শঙ্কা।
তবে এখনই আশা ছাড়ছেন না গার্দিওয়ালা। সংবাদ সম্মেলনে বললেন, শনিবার অনুশীলনে ডি ব্রম্নইনকে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা। ম্যানসিটির কোচ বলেন, 'আজকে ডি ব্রম্নইন কিছুটা ভালো অনুভব করেছে-আগামীকাল আমরা অনুশীলন করব এবং দেখব তার কী অবস্থা। তাকে দলে রাখা হতে পারে।'
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। চার ম্যাচের সবকটি জিতে প্রিমিয়ার লিগে শীর্ষে আছে ম্যানসিটি। তিন জয় ও এক ড্র নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।