শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রথম ম্যাচেই জয়ের স্বাদ দিলেন রোনালদোরা

ক্রীড়া ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রথম ম্যাচেই জয়ের স্বাদ দিলেন রোনালদোরা

আল নাসরের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেফানো পাওলি। যোগ দিয়ে প্রথম ম্যাচে জয়ের স্বাদও পেয়েছেন তিনি। যার পেছনে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর অবদান। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিফাককে ৩-০ গোলে হারানোর রাতে প্রথম গোলটি ছিল পর্তুগিজ তারকার।

ইতালিয়ান সিরি'আয় ২০২২ সালে এসি মিলানকে শিরোপা জেতানো পাওলি গত বুধবার দায়িত্ব নিয়েছেন। স্থলাভিষিক্ত হয়েছেন লুইস কাস্ত্রোর। পূর্বের কোচের অধীনে মৌসুমের শুরুটা আহামরি না হওয়াতে তার প্রতি সন্তুষ্ট ছিল না ক্লাব কর্তৃপক্ষ। সৌদি প্রো লিগে তিন ম্যাচে জয় ছিল মাত্র একটি।

অপরদিকে, রোনালদো আল নাসরের সর্বশেষ এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শর্তার বিপক্ষে ১-১ ড্র ম্যাচ মিস করেছিলেন। ভাইরাল ইনফেকশনে খেলতে পারেননি। তবে এদিন ম্যাচে ফিরেই শুরুর গোলটি এনে দেন তিনি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে প্রথম গোলটি করেছেন। যা ছিল মৌসুমে রোনালদোর তৃতীয় গোল।

পেনাল্টি থেকে গোল করে যথারীতি ছুটে গিয়ে 'ঝরঁঁঁ' উদযাপন করলেন রোনালদো। সতীর্থদের সঙ্গে উদযাপনও হলো। এরপর তিনি আঙুল দিয়ে ইশারা করলেন গ্যালারির দিকে। পরমুহূর্তে তিন আঙুল উঁচিয়ে ধরলেন চওড়া হাসিতে। পরে আবার এক আঙুল দিয়ে ইশারা করলেন সেদিকেই। টিভি ক্যামেরায় ফুটে উঠল, গ্যালারিতে বসা ছেলের দিকে ইঙ্গিত করে রোনালদোর অমন ইশারা। ছেলেও তখন হেসে উঠলেন লাজুক মুখে।

সৌদি প্রো লিগে আল নাস?র ও আল ইত্তিফাকের ম্যাচের ঘটনা এটি। এই দৃশ্য দেখে সবার মনে কৌতূহল জাগারই কথা। পরে জানা গেল পেছনের গল্প। এদিনই আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আল কাদিসিয়াহর বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন রোনালদো জুনিয়র। ছেলের দুই গোলের সঙ্গে বাবার এক গোল মিলিয়ে তিন গোল। ছেলের দিকে ইশারা করে সেটিই বোঝাচ্ছিলেন বাবা। সৌদি প্রো লিগের চলতি মৌসুমে রোনালদোর তৃতীয় গোল এটি। জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে আট ম্যাচে সাত গোল হয়ে গেল তার। ক্যারিয়ার গোল হলো ৯০২টি। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন আরেকটু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে