ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম আসরে ম্যাচ হবে মোট পাঁচটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সরাসরি খেলবে ফাইনালে। আগামী ১৮ ডিসেম্বর ম্যাচটি হবে কাতারের দোহায়। ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে এই টুর্নামেন্ট চালুর কথা গত ডিসেম্বরে জানায় ফিফা। এশিয়ার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও ওশেনিয়ার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অকল্যান্ড
ম্যানসিটির ম্যাচ দিয়ে আজ রোববার শুরু হবে আসর।
এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ অক্টোবর কায়রোতে খেলবে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের আল আহলির বিপক্ষে। এই ম্যাচের নাম আফ্রিকান-এশিয়ান-প্যাসিফিকরূপস্ন-অফ। এই দুটি ম্যাচের্ যাংকিংয়ে ওপরে থাকা দলকে সুযোগ দেওয়া হয়েছে ঘরের মাঠে খেলার। পরের ম্যাচগুলো হবে দোহায়। 'ডার্বি অব আমেরিকাস' ম্যাচে ১১ ডিসেম্বর মুখোমুখি হবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব ও কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকোর পাচুকা এফসি।
এই দুই ম্যচের জয়ী দল ১৪ ডিসেম্বর লড়বে 'চ্যালেঞ্জার কাপ' নামক ম্যাচে। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর ফাইনাল ম্যাচটি হবে কাতারের জাতীয় দিবসে। ঠিক দুই বছর আগে এই দিনেই
ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল লিওনেল
মেসির আর্জেন্টিনা।
ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন রূপে আবার শুরু হবে আগামী বছর। আগের সাত দলের পরিবর্তে ৩২ দলকে নিয়ে এই আসর হবে চার বছর পরপর। প্রথম আসরটি হবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপেও রেকর্ডবারের চ্যাম্পিয়ন। ২০১৪ সালের আগ পর্যন্ত কোনো শিরোপা তাদের ছিল না। কিন্তু ১০ বছরের মধ্যে তারা শিরোপা জিতে নেয় পাঁচবার।