নিউজিল্যান্ড-শ্রীলংকা টেস্ট

দেড়শ বছরের ইতিহাসে অদ্ভুত ঘটনা

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শ্রীলংকা ও নিউজিল্যান্ডের মধ্যকার গল টেস্টে চলছে বিরতি। পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর চতুর্থ দিন রাখা হয়েছে 'রেস্ট ডে' হিসেবে। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার দেখা গেল। শ্রীলংকায় গতকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন উপলক্ষে বিরতি দেওয়া হয়েছে শ্রীলংকা-নিউজিল্যান্ড টেস্টে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে খেলোয়াড়দের নিজ নির্বাচনী এলাকায় যাওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। আসিথা ফার্নান্দো গল থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে তার নিজ শহর কাতুনেরিয়ার কাছে ভোট দিতে যান। লাহিরু কুমারা প্রায় ২২৫ কিলোমিটার দূরে ক্যান্ডিতে যান। ২০২২ সালে আন্দোলনের মাধ্যমে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অপসারণের পর এবারই প্রথম দেশটিতে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে সব শ্রেণিপেশার মানুষের মধ্যেই বেশ আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি অনেক মাঠকর্মী, সাংবাদিক, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল এবং বোর্ডের কর্মীদেরও ভোট দিতে যাওয়ার কথা রয়েছে। আর সে কারণেই এই বিশ্রামের দিন। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে শুক্রবার। আজ রোববার আবার যথারীতি শুরু হবে চতুর্থ দিনের খেলা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে একবার এমন বিশ্রামের দিন দেখা গিয়েছিল। সেবার ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন। ওই নির্বাচনের কারণে শ্রীলংকা-বাংলাদেশের টেস্ট ম্যাচে একদিন বিরতি দেওয়া হয়েছিল। গল টেস্টে ৩৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট ২৩৭ রান তুলেছে শ্রীলংকা। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা লিড নিয়েছেন ২০২ রানের। এর আগে নিউজিল্যান্ড ৩৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে ৩৪০ রানে। শ্রীলংকা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩০৫ রান করে।