আর্জেন্টিনার দাবাড়ুকে হারালেন রানি হামিদ

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব দাবা অলিম্পিয়াডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করেছেন। তবে নবম রাউন্ডে ফাহাদ মিস করলেও রানি হামিদ অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ছয় ম্যাচ খেলে সবক'টিই জিতেছেন, যার মধ্যে টানা পাঁচটি। শুক্রবার নারী বিভাগে শক্তিশালী আর্জেন্টিনার কাছে ১-৩ পয়েন্টে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের হয়ে একমাত্র ম্যাচ জিতেছেন রানি হামিদ। তিনি হারিয়েছেন আর্জেন্টিনার আন্তর্জাতিক নারী মাস্টার মারিয়া বেলেনকে।  আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দলের মধ্যে ৪৩তম। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, লেবাননকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়ে উন্মুক্ত বিভাগে ১৯৭টি দলের মধ্যে ৭৫তম স্থান নিয়াজ-রাজীবদের।  এদিকে শনিবার বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরাইল। এ ম্যাচ না খেলার ঘোষণা দেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। তার প্রতিবাদেই না খেলার সিদ্ধান্ত নেন রাজীব। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ইসরাইলকে বয়কটরে কথা বলেন। শনিবার রাজীব ফেসবুকে লিখেছেন '২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪-এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুস দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরাইল কীভাবে অংশগ্রহণ করতে পারে? তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।' এই রাউন্ডে খেলার জন্য বাংলাদেশ দলের চারজনের নাম জমা দেওয়া হয়েছে। এক নম্বর বোর্ডে ফাহাদ রহমান, দুইয়ে মনন রেজা, তিনে এনামুল হোসেন রাজীব ও চারে তাহসিন তাজওয়ার জিয়া। রাজীব না খেললে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাংলাদেশ দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছেন হাঙ্গেরিতে অবস্থানরত দাবার কর্মকর্তারা।