শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ক্যারিয়ারে নতুন ঠিকানায় মার্শিয়াল

ক্রীড়া ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্যারিয়ারে নতুন ঠিকানায় মার্শিয়াল

প্রায় তিন মাস দলবিহীন থাকার পর গ্রিসের ক্লাব এইকে এথেন্সে যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্শিয়াল। ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) সাবেক এই ফরোয়ার্ড ফ্রি ট্রান্সফারে নতুন ক্লাবে যোগ দিয়েছেন। তার সঙ্গে তিন বছরের চুক্তির কথা বৃহস্পতিবার জানিয়েছে গ্রিসের শীর্ষ পর্যায়ের ক্লাবটি।

২০১৫ সালে ১৯ বছর বয়সে মোনাকো থেকে ম্যানইউয়ে যোগ দিয়েছিলেন মার্শিয়াল। তাকে কিনতে তিন কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করেছিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি, সেই সময় কোনো টিনএজারের জন্য সেটাই ছিল সর্বোচ্চ ট্রান্সফার ফি। তবে প্রত্যাশার প্রতিদান সেভাবে দিতে পারেননি মার্শিয়াল। চোটও বেশ ভোগায় তাকে। অবশেষে, গত জুনে তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলে ম্যানইউ।

অনেকবার চোটে বাইরে আসা-যাওয়ার মাঝে ম্যানইউয়ের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১৭ ম্যাচ খেলে ৯০টি গোল করেন ২৮ বছর বয়সি মার্শিয়াল। এবারের গ্রিক সুপার লিগে চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এইকে এথেন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে