শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ২০ বছরের জন্য নিষিদ্ধ সাবেক লংকান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অস্ট্রেলিয়ায় ২০ বছরের জন্য নিষিদ্ধ সাবেক লংকান ক্রিকেটার

ভিক্টোরিয়া নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ পর পদত্যাগ করেছিলেন দুলিপ সামারাবিরা। শ্রীলংকার সাবেক দুলিপ সামারাবিরাকে কোচিং থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ সময়কালে তিনি রাজ্য দল এমনকি বিগ ব্যাশের পুরুষ ও নারী দলের কোনো পদেও থাকতে পারবেন না।

৫২ বর্ষী বয়সি সামারাবিরা ক্রিকেট ভিক্টোরিয়ায় কর্মরত থাকা অবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি ধারাবাহিকভাবে লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। তার অসদাচরণের অভিযোগের সত্যতা পরে সিএ'র নৈতিকতা বিভাগের তদন্তের পরে বোর্ডের কোড অফ কন্ডাক্ট কমিশন তাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করে।

সামারাবিরা ১৯৯৩-১৯৯৫ সালের মধ্যে শ্রীলংকার হয়ে সাতটি টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলেছিলেন, এ বছরের শুরুতে ভিক্টোরিয়া নারী দলের সিনিয়র কোচ হিসেবে উন্নীত হওয়ার আগে দীর্ঘদিন ভিক্টোরিয়া এবং মেলবোর্ন স্টারসের নারী দলের সহকারী কোচ ছিলেন।

সামারাবিরা এক ব্যক্তিকে তার অধীন ভিক্টোরিয়া দলে নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেছিলেন, যা আইনসম্মত ছিল না। পরে চাপের মুখে ভিক্টোরিয়া নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ পর তিনি পদত্যাগ করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কমিশন তদন্তের পর জানতে পারে, সামারাবিরা অসদাচরণে লিপ্ত ছিলেন, যা বোর্ডের আচরণবিধির ধারা ২.২৩ লঙ্ঘন করেছে। এই আচরণে একজন খেলোয়াড় জড়িত ছিল বলেও অভিযোগ রয়েছে।

ক্রিকেট ভিক্টোরিয়ার সিইও নিক কামিন্স সামারাবিরার অসদাচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, আজকে কোড অফ কন্ডাক্ট কমিশনের গৃহীত সিদ্ধান্তকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। দুলিপ সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছে। আমাদের দৃষ্টিতে তার আচরণটি ছিল সম্পূর্ণ নিন্দনীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে