প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ল আফগানরা
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আইসিসি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের কথা মনে আছে! প্রথমবার বিশ্বমঞ্চে সেরা চারে উঠে ইতিহাস গড়া আফগানিস্তান স্বপ্ন দেখছিল ফাইনালের। কিন্তু সব অর্জন কর্পূরের মতো বাতাসে ভেসে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে!
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ৯ উইকেটে ওই হারের প্রায় তিন মাস পর আবার দেখা হলো দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এবার ওয়ানডেতে, প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি দুই দল। বুধবার রাতে শারজায় ৫০ ওভারের ক্রিকেটে ৬ উইকেটে জিতে সেই হারের শোধ তুলে নিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান।
এবার আফগানদের বিপক্ষে দুঃস্বপ্ন দেখল দক্ষিণ আফ্রিকা। ফজল হক ফারুকী ও মোহাম্মদ গজনফরের বোলিং তোপে পড়ে মাত্র ১০৬ রানে অলআউট তারা। এই প্রথমবার যে কোনো সংস্করণে প্রোটিয়াদের ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়ল আফগানরা। তারপর শুরুটা একটু এলোমেলো হলেও ২৬তম ওভারের শেষ বলে গুলবাদিন নাইব সিঙ্গেল নিলে লেখা হয় নতুন ইতিহাস। ১৪৪ বল হাতে রেখে প্রথমবার আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা বধ করল। টেস্ট সদস্য দেশের বিপক্ষে বল হাতে রেখে জেতার হিসাবে এটি আফগানিস্তানের তৃতীয় বড় জয়। ৪ উইকেটে ১০৭ রান করে তারা।
এর আগে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের দেখা হয়েছিল গত দুটি বিশ্বকাপে। ২০১৯ সালে ৯ উইকেটে এবং ২০২৩ সালে ৫ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। তৃতীয়বারে এসে আফগানদের কাছে হারের তিক্ত স্বাদ পেতে হলো তাদের। তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে থেকে শুক্রবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। ২২ সেপ্টেম্বর হবে শেষ ম্যাচ।