সাফ মিশনে ভুটানে অনূর্ধ্ব ১৭ দল
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
কদিন আগেই নেপাল থেকে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরে বাংলাদেশ। অগ্রজদের দক্ষিণ এশিয়ার সেরা হওয়া থেকে আত্মবিশ্বাস নিয়ে এবার অনূর্ধ্ব-১৭ সাফ মিশনে গিয়েছে অনুজরা। আগামী ২০-৩০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠেয় সাফের এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের।
অনূর্ধ্ব-১৭ সাফের 'এ' গ্রম্নপে খেলবে বাংলাদেশ, সঙ্গী ভারত ও মালদ্বীপ। উদ্বোধনী ম্যাচে ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর (রোববার) দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। বাংলাদেশের দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই দলের কোচের দায়িত্বে আছেন সাইফুল বারি টিটু। চার সপ্তাহ অনুশীলন করে প্রস্তুতি নিয়েই ভুটানে গেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চায় লাল-সবুজরা।
টুর্নামেন্টে অংশ নিতে বুধবার ভুটানে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অবশ্য খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ। কারণ, ভুটানে পৌঁছার মাত্র এক দিন পরই প্রথম ম্যাচ খেলতে হবে তাদের। বুধবার ভুটান থেকে এক অডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের ম্যানেজার কামরুল হাসান হিল্টন বলেন, 'আলহামদুলিলস্নাহ আমরা টোটাল টিম-অফিসিয়াল নিরাপদভাবেই এখানে পৌঁছেছি। হোটেল, রুম বুকড হয়ে গেছে। ছেলেরা দুপুরের খাবার খেয়ে রুমে চলে গেছে। আজ (বুধবার) ২-৪০ মিনিটে ভুটানে আমাদের প্রথম অনুশীলন করব। আমাদের ফুটবলারদের ভ্রমণটা খুব বেশি সময়ের ছিল না। তাই তেমন কোনো ভ্রমণক্লান্তি নেই। ফুটবলাররা বেশ চাঙ্গা আছে এবং ফিট আছে। আলহামদুলিলস্নাহ। সবাই ভালো আছে।'