শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কেইন ও বায়ার্ন মিউনিখের রেকর্ডের রাত

ক্রীড়া ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হ্যারি কেইনের উচ্ছ্বাস

ডায়নামো জাগরেবকে নিয়ে ছেলেখেলা করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ম্যাচে এমন কিছুর আভাস ছিল না। বিরতির আগে বায়ার্ন মিউনিখের করা তিন গোলের দুটি পর পর শোধ দিয়ে ফেলেছিল ডায়নামো জাগরেব। কিন্তু এরপর যা হলো দলটির জন্য স্রেফ দুঃস্বপ্ন! হ্যারি কেইন আর বায়ার্ন মিউনিখে বিধ্বস্ত হলো দলটি। মঙ্গলবার রাতে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ৯-২ গোলের বিশাল জয় পেয়েছে বায়ার্ন।

টুর্নামেন্টের এক ম্যাচে এটিই কোনো দলের সর্বোচ্চ গোল। আর হ্যারি কেইন চার গোল করে এই জয়ের অন্যতম নায়ক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে কোনো ইংলিশ খেলোয়াড় হিসেবে এখন সবচেয়ে বেশি ৩৩ গোলের মালিক কেইন। তিনি ছাপিয়ে গেছেন ৩০ গোল করা ওয়েন রুনিকে। এছাড়া পেনাল্টি স্পট থেকে সবচেয়ে বেশি তিনবার জাল খুঁজে পাওয়ার রেকর্ড গড়েছেন কেইন।

পেনাল্টি থেকে কেইন গোল করে বায়ার্নকে লিড এনে দেন এবং ইংলিশ লিজেন্ড রুনিকে ছোঁন। ৩১তম মিনিটে ফিরতি শটে গোল করে তাকে পেছনে ফেলেন কেইন। পরে আর দুটি গোল করেন পেনাল্টি স্পট থেকে। এক বছর আগে বায়ার্নে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করেছেন তিনি। রাফায়েল গুয়েরো, মাইকেল ওলিসে, লেরয় সানে ও লিওন গোরেৎকা পরে গোল করেন। তাতে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৯ গোলের রেকর্ড গড়ে বায়ার্ন। জাগরেবের হয়ে গোল করেন ব্রম্ননো পেতকোভিচ ও তাকুইয়া ওগিওয়ারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে