বাংলাদেশকে সম্মান দেখিয়ে গম্ভীর বললেন 'কাউকে ভয় পাই না'
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে অভিনন্দন জানালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনের কথা প্রকাশ্যেই বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। টাইগারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি সতর্ক বার্তাও তিনি দিয়ে রাখলেন।
চেন্নাইতে আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে হাজির হন গম্ভীর। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, 'আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি, এটাই গুরুত্বপূর্ণ।'
নিজেদের দাপুটে মানসিকতা ধরে রাখার পক্ষে থাকার কথায় ভরলেন গম্ভীর, 'আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ, চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায়, সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।'
সফরকারী বাংলাদেশের টেস্ট স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে গম্ভীর তাই আলাদাভাবেই বললেন, 'বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। তাদের খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে, মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশের অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।'
বাংলাদেশের বিপক্ষে খেলার কৌশলটা কেমন হবে, তার ইঙ্গিত দিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, স্বাগতিকরা ইনটেন্ট ধরে রেখে জয়ের জন্যই খেলবে। বাংলাদেশের বিপক্ষে আত্মতুষ্টিতে ভোগার মতো কোনো জায়গাই তারা রাখবে না। বিশেষ করে যে দলটা সম্প্রতি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে। তাই উইনিং স্টাইলকে মন্ত্র হিসেবে নিচ্ছেন ভারতীয় কোচ, 'আসলে উইনিং স্টাইলটাই সেরা স্টাইল।'
একটা সময় শুধুমাত্র ব্যাটিং শক্তির ওপর নির্ভর করত ভারত। যে কারণে ঐতিহ্যগতভাবে সেরা ব্যাটিং লাইনআপের জন্য স্বীকৃতি মিলত। কিন্তু সেখান থেকে বোলিংয়ে মনোযোগ দিয়ে একটা ভারসাম্য তৈরি করতে পারায় জসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাদের কৃতিত্ব দিয়েছেন গম্ভীর। তার মতে, এই বোলিং ইউনিটের কৃতিত্বেই ভারত এখন অপ্রতিরোধ্য একটি শক্তি, 'ভারত একটা সময় ব্যাটিং-নির্ভর দেশ ছিল। সেখান থেকে বুমরা, অশ্বিন, শামি ও জাদেজারা একে বোলারদের খেলাটাকে পরিণত করেছে।'