শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভারতে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ সেপ্টেম্বর ভারত গেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন তিনি। তবে ১৬ সেপ্টেম্বর শান্ত-লিটনরা অনুশীলন করলেও দেখা যায়নি সাকিবকে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দলের সঙ্গে যোগ দেননি সাকিব। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল।

এমনকি জাতীয় দলে সাকিব ঠিক কবে নাগাদ বা কখন যোগ দেবেন সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে একদিন বিরতি দিয়ে ১৯ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। তাই ধারণা করেই বলা যায় আজ চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব।

পাকিস্তান সিরিজ শেষে শান্ত-লিটনরা দেশে ফিরলেও ফেরা হয়নি কেবল সাকিব আল হাসানের। শেখ হাসিনা সরকারের পতন, হত্যার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাই ভারত সিরিজের প্রস্তুতি নিতে সাকিব পাকিস্তান থেকে সরাসরি উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে দীর্ঘ ১৩ বছর পর নাম লিখিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। এই টুর্নামেন্টে সারের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব।

সারের হয়ে প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করে ভারতের বিপক্ষে ভালো কিছু করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সাকিব। এখন দলের সঙ্গে কখন যোগ দেবেন তিনি, সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে