বাংলাদেশকে রোহিতের খোঁচা!
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজ। পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করাটাই মূলত উজ্জীবিত করছে বাংলাদেশকে। লাল-সবুজের প্রতিনিধিরা চায় ভারতকে ভারতের মাটিতে হারাতে। বদলে যাওয়া বাংলাদেশের জন্য কাজটি কঠিন, তবে অসম্ভব নয়। বরং, দেশ ছাড়ার আগে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের কথা বলে গেছেন বাংলাদেশি তারকারা।
সফররত বাংলাদেশকে হালকা চোখে দেখছে না ভারতও। সম্ভবত, প্রথমবার সাবেক তারকাদের প্রায় সবাই সমীহ করছে শান্ত-মুশফিকদের। সিরিজে অংশ নিতে যাওয়া রোহিত শর্মার দলকে সতর্ক করেছেন তারা। মুদ্রার অপর পিঠে ভারতীয় অধিনায়ক রোহিতের সুর ভিন্ন।
বাংলাদেশ দলের আত্মবিশ্বাস, ভারতকে হারাতে চাওয়া কিংবা সাবেকদের সতর্কতা, সবকিছু যেন হালকা চালেই উড়িয়ে দিলেন রোহিত। বিষয়টিকে তিনি দেখছেন মজা হিসেবে। তার সোজাসাপ্টা জবাব, মজা নিচ্ছে, নিতে দিন! এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ম্যাচের একদিন আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন রোহিত। সেখানে তিনি বলেন, 'সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারাতে পারলে তারা মজা পায়। তাদের (বাংলাদেশ) মজা নিতে দিন। আমরা নজর দিচ্ছি, কীভাবে তাদের হারানো যায়। আমাদের ম্যাচ জেতা উচিত, জেতার জন্যই খেলতে এসেছি।'
ভারত সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।