ইতিহাদের গ্যালারির দর্শকরা নড়েচড়ে বসছিলেন কেবল। এর মধ্যেই ম্যানচেস্টার সিটির জালে বল! ওই ধাক্কা সামলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াল পেপ গার্দিওয়ালার দল। টানা দুই হ্যাটট্রিকের পর এবার জোড়া গোলের আলো ছড়ালেন আর্লিং হাল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রাখল তারা। ঘরের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে গত চার আসরের চ্যাম্পিয়ন ম্যানসিটি। ইয়োয়ান উইসা শুরুতে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল পরিশোধ করেন হাল্যান্ড। চলতি আসরে প্রথম চার ম্যাচের সবগুলোই জিতল ম্যানসিটি। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। অপরদিকে সুযোগ এসেছিল অসংখ্য, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি মোহাম্মদ সালাহ, লুইস দিয়াস, দারউইন নুনেসরা। উল্টো খেলার ধারার বিপরীতে জালের দেখা পেল নটিংহ্যাম ফরেস্ট। রক্ষণে দারুণ দৃঢ়তায় দলটি সেই গোলের সৌজন্যে অ্যানফিল্ডে পেল চমক জাগানো জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নটিংহ্যাম। আসরে এই প্রথম গোল হজম করল আর্না স্স্নটের দল। টানা তিন জয়ের পর পেল প্রথম হারের তেতো স্বাদ। অন্য দিকে নটিংহ্যাম পেল আসরে প্রথম জয়। ১৯৬৯ সালের পর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে নটিংহ্যামের প্রথম জয়ের নায়ক ক্যালাম হাডসন-ওডোই। দ্বিতীয়ার্ধে পাল্টা-আক্রমণ থেকে দুুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। ব্রেন্টফোর্ডকে হারানো ম্যানচেস্টার সিটি আছে শীর্ষে। ৪ ম্যাচে পেপ গার্দিওয়ালার দলের পয়েন্ট ১২। আর এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে আপাতত চারে উঠে এসেছে নটিংহ্যাম ফরেস্ট।
ম্যানসিটির ম্যাচের শুরুটা ছিল হতাশার।