ভারতের গ্রেটার নয়ডায় প্রথম টেস্ট খেলতে নেমেছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড। কিন্তু কোনো বল না গড়িয়েই একমাত্র সেই টেস্ট পরিত্যক্ত হয়েছে। ভেনু্যর সব সুযোগ-সুবিধা মিলে যা অবস্থা; তাতে ভীষণ ক্ষুব্ধ আফগান কোচ জনাথন ট্রট। ক্রিকেট ইতিহাসে অষ্টমবার কোনো টেস্ট বল না গড়িয়ে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এশিয়াতে ৯১ বছরে ৭৩০ টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখা গেল।
'হোম ভেনু্য' হিসেবে আফগানরা সেখানে খেলার আয়োজন করলেও সুযোগ-সুবিধা মোটেও ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত ছিল না। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি বাজে ড্রেনেজ সিস্টেম, অদক্ষণ ও অপর্যাপ্ত গ্রাউন্ড স্টাফ, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে দুই দলকেই পুরো টেস্টে হোটেলে বসে কাটাতে হয়েছে। অথচ প্রথম দুই দিন রোদ থাকার পরেও ম্যাচ গড়ানো সম্ভব হয়নি শুধু মাত্র ভেজা আউট ফিল্ডের কারণে। এমন মাঠে টেস্ট আয়োজন নিয়ে পরে হতাশা প্রকাশ করেছেন আফগান দলের কোচ জনাথন ট্রট। টেস্ট পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা খুবই হতাশ। ছেলেদেরও মন খারাপ। আমরা অনেক অনুশীলন করে নিজেদের উজ্জীবিত রেখেছিলাম। আমার মনে হয় আয়োজকদের জন্য এটা ভালো শিক্ষা। আসলে সব কিছুই নিশ্চিত করা প্রয়োজন যে মাঠ টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত কিনা। কারণ দিন শেষে এটা টেস্ট ক্রিকেট।'